বিসমিহি তা'আলা
জবাবঃ-
সূর্যোদয়ের পর পশ্চিমাকাশ লালবর্ণের হয়ে যায়।এই লালবর্ণ দূর হওয়ার পর আকাশ আবার সাদা হয়ে যায়।এই সময়ের সাদা আকাশকে শাফাক্ব বলা হয়।এই শাফাক্ব যতক্ষণ না ডুবছে,ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বাকী থাকবে।[বাদায়ে সানায়ে-১/৩২০]কেননা আব্দুল্লাহ ইবনে উমর রাযি রাসূলুল্লাহ সাঃ থেকে বর্ণনা করেন, যে রাসূলুল্লাহ
وقت المغرب مايغب الشفق
যতক্ষণ না শাফাক্ব ডুবছে,ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বাকী থাকবে।[সহীহ মুসলিম-৬১৪]
বাংলাদেশ ঘড়িতে কোন ঋতুতে কয়টা কত মিনিট পর্যন্ত মাগরিবসহ অন্যান্য ওয়াক্ত শুরু হয় ও শেষ হয়।এজাতীয় নামায রোযার স্থায়ী ক্যালেন্ডার সংগ্রহ করে নিবেন।তখন বিষয়টা আরো সহজ হবে।[কিতাবুল-ফাতাওয়া-২/১২০]
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.