ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাযে তিন তাসবিহ পরিমাণ চুপ থাকার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়।(ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; ফাতাওয়া খানিয়া ১/১২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; বাদায়েউস সানায়ে ১/৪০২; শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৫; আলমুহীতুল বুরহানী ২/৩৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৭; আদ্দুররুল মুখতার ২/৯৩ ও ১/৪৫৬)বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/5939
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা ফাতিহার পর কোন সূরা মিলালে সেটা স্থির করতে না পারলে, এক্ষেত্রে তিন তাসবিহ পরিমাণ চুপ থাকলে, সাহু সিজদা ওয়াজিব হবে।সাহু সিজদা দিয়ে দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে।
(২)
যদি কনফিউশনে পড়ে তিন তাসবিহ পরিমাণ সময় চুপ কেউ থাকে,তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।সাহু সিজদা দিয়ে দিলে নামায বিশুদ্ধ হয়ে যাবে।
(৩)
আল্লাহ তা'আলা কাউকে কখনো তার সাধ্যাতীত কাজের দায়িত্ব দেন না।
যেমন অাল্লাহ তা'আলা বলেন
ﻻَ ﻳُﻜَﻠِّﻒُ ﺍﻟﻠّﻪُ ﻧَﻔْﺴًﺎ ﺇِﻻَّ ﻭُﺳْﻌَﻬَﺎ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না।(সূরা বাক্কারা-২৮৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মহিলা বাথরুমে গোসল করলে,সেখান থেকে সুগন্ধ বের হলে,এজন্য মহিলার কোনো গোনাহ হবে না।
(৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
(৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
মহিলাদের দায়িত্ব নেই,কথাটা বলা যাবে না।বরং মহিলাদের নৈতিক দায়িত্ব হল,সন্তানদের লালন পালন করা।
(৬)
স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকে,এবং স্ত্রী যদি নিজের উপর তালাক প্রদান করে,তাহলে তালাক পতিত হবে,নতুবা ডিভোর্স লেটার প্রয়োগ করার পরও তালাক পতিত হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-