আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
257 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (12 points)
আসসালামু আলাইকুম।

১/ সূরা ফাতিহার পর কোন সূরা মিলাবে সেটা স্থির করতে না পেরে  অনিচ্ছায় বিলম্ব হলে ওয়াজিব ছেড়ে দেবার কারণে নামাজ কি বাতিল হবে? এক্ষেত্রে সাহু সেজদা দিলে কি নামাজ আদায় হবে?

২/ চার রাকাত স্বলাত আদায়ের সময় শেষ বৈঠকে রাকাত নিয়ে ওয়াসওয়াসার কারণে একটু কনফিউশানে পড়ে গেলে প্রবল ধারণা যদি চার রাকাতই হয়, তবে কি সাহু সেজদা আসবে? সাহু সেজদা ছাড়াই স্বলাত শেষ করলে স্বলাত হবে কি?

৩/ কোন মহিলা বাথরুমে গোসলের সময় ঘরে  তার গায়রে মাহরাম আত্মীয়রা  থাকলে আর তারা যদি জানে কে গোসল করছে, এহেন অবস্থায়  তারা যদি সে মহিলার ব্যবহ্রত শ্যাম্পু ও সাবানের সুগন্ধ পায়, তবে কি মহিলা ব্যভিচারী গণ্য হবে?

৪/ কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোযা রাখে ও ঈদ পালন করে। এরা কিসের ভিত্তিতে এই কাজ করে? তারা বলে- মাত্র দুই তিন ঘন্টার ব্যবধানে পুরো একদিনের ব্যবধান হয়ে যাবে কী করে?? - এই প্রশ্ন রাখে।

৫/ কোন কোন মহিলা বলে থাকেন- ইসলাম ধর্মে মেয়েদের কোন দায়িত্ব নেই, এমনকি সন্তান লালন পালনের দায়িত্বও মেয়েদের নয়- এ কথাটি কি সঠিক?
৬/ একজন বোনের দ্বিতীয় বিয়ে হয়েছিলো। বিয়ের পরে জানতে পারে স্বামী অকর্মণ্য এক লোক। সে মানুষের কাছ থেকে ৩০ লাখ টাকার ঋণী। বোনের বাবার কাছ থেকেও সাড়ে চার লাখ ঋণ নিয়েছে। ফেরত দেবার নাম নেই। অলস মানুষ ১২ টা ১ টা পর্যন্ত ঘুমায় দিনের। ফ্রড একজন মানুষ। কোন কাজ করে না। তার স্বামীর একটা ১০ বছরের মেয়ে আছে। তারও কোন খরচ সে বহন করে না।
বোনের ২০১৮ তে দ্বিতীয় বিয়ে হয়েছিলো। ২০২০ সালে বাবার স্বাক্ষিতে কাজী সাহেবের কাছে গিয়ে ডিভোর্সের প্রক্রিয়া করে দ্বিতীয় স্বামীর কাছে ডিভোর্স লেটার পাঠিয়েছে। বোন তার দ্বিতীয় স্বামীর বড়ো ভাবিকে ফোন দিয়ে জানতে পারে- স্বামী নাকি জানে না যে তাকে বোন ডিভোর্স লেটার পাঠিয়েছে!  কিন্তু বোন এটা বিশ্বাস করেনি।
এখন বোনের এই ডিভোর্সটা কি প্রপারলি হয়েছে?

1 Answer

0 votes
by (606,450 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাযে তিন তাসবিহ পরিমাণ চুপ থাকার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়।(ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; ফাতাওয়া খানিয়া ১/১২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; বাদায়েউস সানায়ে ১/৪০২; শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৫; আলমুহীতুল বুরহানী ২/৩৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৭; আদ্দুররুল মুখতার ২/৯৩ ও ১/৪৫৬)বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/5939

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা ফাতিহার পর কোন সূরা মিলালে সেটা স্থির করতে না পারলে, এক্ষেত্রে তিন তাসবিহ পরিমাণ চুপ থাকলে, সাহু সিজদা ওয়াজিব হবে।সাহু সিজদা দিয়ে দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে।

(২)
যদি কনফিউশনে পড়ে তিন তাসবিহ পরিমাণ সময় চুপ কেউ থাকে,তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।সাহু সিজদা দিয়ে দিলে নামায বিশুদ্ধ হয়ে যাবে।

(৩)
আল্লাহ তা'আলা কাউকে কখনো তার সাধ্যাতীত কাজের দায়িত্ব দেন না।
যেমন অাল্লাহ তা'আলা বলেন
ﻻَ ﻳُﻜَﻠِّﻒُ ﺍﻟﻠّﻪُ ﻧَﻔْﺴًﺎ ﺇِﻻَّ ﻭُﺳْﻌَﻬَﺎ 
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না।(সূরা বাক্কারা-২৮৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মহিলা বাথরুমে গোসল করলে,সেখান থেকে সুগন্ধ বের হলে,এজন্য মহিলার কোনো গোনাহ হবে না।

(৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 

(৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 

মহিলাদের দায়িত্ব নেই,কথাটা বলা যাবে না।বরং মহিলাদের নৈতিক দায়িত্ব হল,সন্তানদের লালন পালন করা।

(৬)
স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকে,এবং স্ত্রী যদি নিজের উপর তালাক প্রদান করে,তাহলে তালাক পতিত হবে,নতুবা ডিভোর্স লেটার প্রয়োগ করার পরও তালাক পতিত হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...