আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ
এই প্রশ্নটি আগে একবার করেছিলাম। তবে বোঝাতে না পারায় আশানুরূপ উত্তর পাইনি।
অনেক অনলাইন শপ এ অনেক মহিলা(মুসলিম /বেধর্মী) পর্দা না করে বিক্রি করে।
আবার অনেকে মডেলের ছবি পাব্লিক রেখে বিক্রি করে।
এসব ওয়েবসাইট বা অনলাইন শপ থেকে কি আমরা "হালাল" পণ্য কিনতে পারি?
উল্লেখ্য,, পণ্যে কোনো ছবি নেই, যেমনঃজামা-কাপড়, প্র‍য়োজনীয় আসবাব ইত্যাদি। তবে বিক্রেতা বেপর্দাভাবে তা বিক্রি করছে,না হয় অন্য বেপর্দা নারীর ছবি ব্যবহার করছে advertisement এর জন্য বা অন্য কোন কারন এ।
এ ক্ষেত্রে আমি কি অনলাইন এ তার কাছ থেকে বা সেই ওয়েবসাইট থেকে "হালাল পণ্য" কিনতে পারব যা ছবিযুক্ত না?