আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
221 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (37 points)
১। নামাজের সামনে ফ্রিজ থাকলে নামাজের সময় সেটা জুডি কেউ খলে তাহলে নামাজের কি কোন সমস্যা হবে ? অনেক সময় নামাযের সময় সামনে বা পাসে খবরের কাগজ আর অনেক ম্যাগাজিন থাকে এগুলাতে ছবি থাকে আর দেয়ালেও ছবি টাঙ্গানো থাকে এই ক্ষেত্রে কি সেই ঘরে নামাজ হবে ?

২। আল্লাহর সকল সিফাত আর নাম রয়েছে সব গুলো সৃষ্ট নয় এটাই ত আমাদের বিশ্বাস হওয়া উচিত ?

৩। আল্লাহ সৌন্দর্য কে সৃ্টি করেছেন এখানে এটা বলার দ্বারা কি বোঝানো হয়েছে ?

৪। ওযু করার সময় কথা বললে কি ওযু ভেঙে যায় ?

1 Answer

0 votes
by (606,630 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাযীর সামনে হাটাহাটি করা নাজায়েয ও হারাম।যে ঘরে নামায পড়া হবে,সেই ঘরে ছবি না থাকা উচিৎ।তবে যদি কখনো ছবি থেকে যায়,তাহলে নামাযে কোনো সমস্যা হবা না।
ফটো থাকলে ফিরিস্তা আসেন না ঠিক তবে নামায হবে না বিষয়ট এমন নয়।বরং নামায হবে।
রাসূলুল্লাহ সাঃ এর বাণী,
 : ( إِنَّ البَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ المَلاَئِكَةُ ) رواه البخاري (5961) ومسلم (2104)
ঐ ঘরে ফিরিস্তা প্রবেশ করেননা যে(বায়তে) ঘরে ছবি থাকবে।
এখানে(বায়ত) ঘর দ্বারা রুমই উদ্দেশ্য।যেমন 

যেমন রাসূলুল্লাহ সাঃ অন্য এক হাদীসে বলেন,
 ( صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي حُجْرَتِهَا ، وَصَلَاتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي بَيْتِهَا ) رواه أبوداود في " السنن " (570) وصححه الألباني في " صحيح أبي داود ".
মহিলার জন্য বায়ত তথা রুমে নামায পড়া উত্তম,বাসার সামনের কোনো অংশ থেকে,এবং নিজ বায়ত বা রুমের নির্দিষ্ট নামাযের স্থানে নামায পড়া উত্তম,ঘরের রুম থেকে।

ইবনে হাজার রাহ বলেন, 
" المراد بالبيت المكان الذي يستقر فيه الشخص ، سواء كان بناء أو خيمة أم غير ذلك " انتهى من " فتح الباري " (10/381) .
বায়ত দ্বারা উদ্দেশ্য হল,ঐ স্থান বা জায়গা যেখানে ব্যক্তি অবস্থান করে।চায় দালান ঘর হোক বা তাবু হোক।

ইবনে উসাইমিন রাহ বলেন,
" إذا كانت الصورة محرمة فالظاهر -والله أعلم- أنه إذا كانت في حجرة فإن ذلك لا يشمل كل البيت ، لا سيما إذا كان أهل البيت قد كرهوا ذلك ؛ لأنه يوجد في بعض العوائل يكون واحد منهم قد استهوته الشياطين وصار يقتني الصور ويضعها عنده أو يعلقها على الجدار ، وأهل البيت يكرهون ذلك لكن لا يستطيعون منعه ، ففي هذه الحال إن أهل البيت الذين يكرهون ذلك لا تمتنع الملائكة من دخول بيتهم . 
وأما الحجرة التي فيها الصور فإن الملائكة لا تدخل بيتاً فيه صورة " انتهى من " لقاء الباب المفتوح " (لقاء رقم/75، سؤال رقم/17) .

মর্মার্থ-ঘরের যে রুমে ছবি বা ফটো থাকবে,শুধুমাত্র সেই ঘরেই ফিরিস্তা বাধাপ্রাপ্ত হবেন।বিশেষ করে যখন ঘরের অন্যান্য রুমের বাসিন্দারা ছবি বা মুর্তিকে অপছন্দ করবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/7643

(২)আল্লাহ তা'আলা অনেকগুলি সিফাত রয়েছে।এসব সিফাতকে সৃষ্টি বলা যাবে না।বরং সবগুলোই ক্বাদীম।

(৩)আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, সুন্দর অসুন্দর,ভালো মন্দ সবকিছুকে আল্লাহই সৃষ্টি করেছেন।

(৪)অজু করার সময়ে কথা না বলা উত্তম।অজু করার সময়ে কথা বললেও অজু হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...