আমরা ট্রাডিশনাল মুসলিমরা বলি যে ঘরের কাজ-কর্ম স্ত্রীর দায়িত্ব। আমার প্রশ্ন হলো কুরআন হাদীস অনুসারে পরিবারের প্রতিএকজন স্ত্রীর দায়িত্ব কতটুকু? যদি কোনো স্ত্রী পরিবারের কাজ-কর্ম( যেমন: রান্না-বান্না, পরিষ্কার-পরিচ্ছন্ন করা) করতে অস্বীকার করে তাইলে কি সে গুনাহগার হবে?
সন্তানের প্রতি স্বামী ও স্ত্রীর দায়িত্ব কি এবং দুজনের দায়িত্বে কোনো পার্থক্য আছে কিনা?