আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
267 views
in সাওম (Fasting) by (106 points)
reshown by
৪ দিন আগে পিরিয়ড শুরু হয়। সাধারণত ৫-৬/৭দিন পিরিয়ড থাকে৷ গতকাল ও পিরিয়ডের ব্লাড দেখা গেছে তবে গতকাল রাত থেকে পিরিয়ডের ব্লাড দেখা যায়নি৷ আজ পিরিয়ডের ৫ম দিন। আজ সেহরি খাওয়ার পর শেষে আজানের ২মিনিট আগে পানি খেয়ে ফেলে ভুলবশত, জানা ছিল না যে সেহরির শেষ সময় পার হয় গেছে,পানি খাওয়ার ২ মিনিটের মধ্যেই ফজরের আজান দেয়।

এখন বেলা ১টা বাজে, সাহরির সময় থেকে এখন পর্যন্ত সেভাবে ব্লাড দেখা যায়নি,
মনে মনে নিয়ত করা হয়নি যে "আজ রোজা রাখছি", কিন্তু চিন্তা করেছি যে ব্লাড দেখা না গেলে রোজা রাখা জায়েজ হলে রোজা রাখব।

পিরিয়ড সাধারণত এতো দ্রুত শেষ হয়না,৫ম/৬ষ্ঠ দিব পর্যন্ত থাকে


১.এখন আমি কি আজকের ফরজ রোজা রাখতে পারব? এখন৷ পর্যন্ত কিছু খাইনি বা পান করিনি, আমার রোজা রাখা কি জায়েজ হবে?

নাকি আমাকে পরে এটার কাযা তুলতে হবে?

২।পরে যদি কাজা তুলি তাহলে কি ১টা কাযা ই তুলতে হবে?
closed

1 Answer

0 votes
by (569,520 points)
selected by
 
Best answer
জবাব
بسم الله الرحمن الرحيم 


প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,    
যেহেতু গতকাল রাত থেকে ব্লাড আসেনি,এবং আপনি ধারনা করতেছেন যে আর ব্লাড আসবেনা।
আপনার হায়েজ শেষ হয়েছে।
,
সেক্ষেত্রে যদি সত্যিই আর ব্লাড না আসে,তাহলে আপনি রোযা রাখতে পারবেন।
,
আপনি আযানের ২ মিনিট আগ পর্যন্ত সাহরী খেয়েছেন,এটি রোযার ক্ষেত্রে সমস্যাকর নয়।
কারন ক্যালেন্ডারে সাহরীর শেষ সময় বলতে যেটি লেখা থাকে,সেটি ২/৩ মিনিট হাতে রেখেই শেষ সময় লিখে দেওয়া হয়।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত সাহরী খাওয়া ছহীহ আছে।
,
তবে আপনি যেহেতু আপনি এখনো রোযার নিয়ত করেননি,তাই আপনার এই রোযা আর আদায় হবেনা।
এই মুহুর্তে আর নিয়ত করার সুযোগ নেই।
,
সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোযা হয়ে যায়,তার পরে নিয়ত করলে আর রোযা হয়না।
,
★সুতরাং আজকে আপনার রোযা হবেনা।
এই রোজার শুধু কাজা আদায় করতে হবে। 
কাফফারা নয়।
,

★ফরয রোযার নিয়ত রাতেই করা উত্তম।

উম্মুল মুমিনীন হাফসা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له.

যে ব্যক্তি ফজরের আগে রোযা রাখার নিয়ত করবে না তার রোযা (পূর্ণাঙ্গ) হবে না।-সুনানে আবু দাউদ ১/৩৩৩; আলবাহরুর রায়েক ২/২৫৯-২৬০; বাদায়েউস সানায়ে ২/২২৯

রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোযা হয়ে যাবে।

সালামা ইবনুল আকওয়া রা. বলেন, (আশুরার রোযা যখন ফরয ছিল তখন) রাূসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন, ‘যে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোযা রাখবে। আর যে খেয়েছে সেও বাকি দিন রোযা রাখবে। কারণ আজ আশুরা-দিবস।’-সহীহ বুখারী ২০০৭

আবদুল করীম জাযারী রাহ. বলেন, কিছু লোক সকালে চাঁদ দেখার সাক্ষ্য দিল। তখন উমর ইবনে আবদুল আযীয রাহ. বললেন, ‘যে ব্যক্তি (ইতিমধ্যে কিছু) খেয়েছে সে বাকি দিন খাওয়া থেকে বিরত থাকবে। আর যে খায়নি সে বাকি দিন রোযা রাখবে।’-মুহাল্লা ৪/২৯৩; বাদায়েউস সানায়ে ২/২২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৬,

★রমজানের রোযার নিয়ত কতক্ষণ পর্যন্ত করা যায়?
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হল রোযা রাখার সময়সীমা। ফরজ রোযার নিয়ত করার সময়সীমা হল, দিনের মধ্যভাগ পর্যন্ত। অর্থাৎ দিনের মধ্যভাগের আগ পর্যন্ত নিয়ত করলে তা শুদ্ধ হবে। 

স্মর্তব্য যে, আরবী দিনের সূচনা হয় সুবহে সাদিক থেকে। তাই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় হয়, এর মাঝামাঝি সময়ের আগে রোযার নিয়ত করলেই রোযা রাখা শুদ্ধ হবে।

যেমন যদি সেহরীর সময় তথা সুবহে সাদিক শুরু হয় ৪টায়। আর সূর্যাস্ত হয়ে থাকে সন্ধ্যা ৭টায়। তাহলে একদিন হচ্ছে কত ঘন্টায়?

১৫ঘন্টায়।

সুতরাং সুবহে সাদিক থেকে সাড়ে ৭ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে রোযার নিয়ত করলেই রোযা রাখা শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ উক্ত হিসাব মতে দুপুর সাড়ে ১১ টার আগে রোযার নিয়ত করলে সেদিনের রোযা রাখা শুদ্ধ হবে। যদি এর পর নিয়ত করে তাহলে শুদ্ধ হবে না।

جاز صوم رمضان، والنذر المعين، والنفل بنية ذلك اليوم أو بنية مطلق الصوم أو بنية النفل من الليل إلى ما قبل نصف النهار، (الفتاوى الهندية، كتاب الصوم، الباب الأول في تعريفه وتقسيمه وسببه ووقته وشرطه -1/195
সারমর্মঃ
রমজানের রোযা,নযরে মুয়াইয়্যান এর রোযা,নফল রোযার নিয়ত রাত থেকে নিয়ে দিনের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার আগে করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 128 views
0 votes
1 answer 172 views
...