বিসমিহি তা'আলা
জবাবঃ-
নামাযে পুরুষের জন্য যে সমস্ত অঙ্গ ঢেকে রাখা জরুরী।
(১)
প্রস্রাবের জায়গা ও তার আশপাশ
(২)
অন্ডকোষে ও তার আশপাশ
(৩)
পায়ূপথ ও তার আশপাশ
(৪/৫)দুনু নিতম্ব
(৬/৭)দুনু রান
মহিলাদের জন্য নামাযে যেই সমন্ত অঙ্গ ঢেকে রাখা জরুরী।
(১)
প্রস্রাবের জায়গা
(২)
পায়ুপথ
(৩/৪)
দুনু নিতম্ব
(৫/৬)
দুনু রান হাটু পর্যন্ত
(৭)
পিঠ
(৮)
দুনু পেঠ
(৯/১০)
পায়ের দুনু গোড়ালি ঘন্টা পর্যন্ত।
(১১/১২)
দুনু স্থন
(১৩/১৪)
দুনু কান
(১৫/১৬)
কনুই পর্যন্ত দুনু হাত
(১৭/১৮)
কব্জা পর্যন্ত দুনু হাত
(১৯)
সিনা
(২০)
মাথা
(২১)
মাথার চুল
(২২)
গর্দনা
(২৩/২৪)
দুনু কাদ
এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অঙ্গ।
পুরুষ-মহিলার জন্য নামাযে যেই সমস্ত অঙ্গ ঢেকে রাখা জরুরী, সেই সমস্ত অঙ্গ থেকে কোনো অঙ্গের যদি এক চতুর্থাংশ নামাযের কোনো রুকুনে তিন তাসবিহ পরিমাণ সময়ের জন্য খুলে যায়, তাহলে নামায ফাসিদ হয়ে যাবে।আর প্রথম থেকেই যদি এমন অবস্থা থাকে, তাহলে নামাই হবে না।(কিতাবুন-নাওয়াযিল-২/৪১৪)
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.