জবাব
بسم الله الرحمن الرحيم
নামাযের সেজদায় শুধুমাত্র কুরআন-হাদীসে বর্ণিত দু'আ গুলোই করা যাবে।
সেজদায় গিয়ে سبحان ربي الأعلى ছাড়াও অন্যান্য দোয়া পড়া যাবে। সমস্যা নেই। কিন্তু দুনিয়াবি দোয়া বা আরবী ছাড়া অন্য কোন ভাষায় দুআ করা যাবে না।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদায় অনেক দোয়া পাঠ করতেনঃ
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِى سُجُودِهِ « اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ সেজদায় পড়তেন আল্লাহুম্মাগফিরলি জামবি’ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু”। {তাহাবী শরীফ, হাদিস নং-১৩০৭, সুনানে আবু দাউদ, হাদিস নং-৮৭৮, সহীহ মুসলিম, হাদিস নং-১১১২, সহীহ ইবনে খুজাইমা, হাদিস নং-৬৭২, সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-১৯৩১}
,
আরো জানুনঃ
আপনি আপনার অন্তরে সেই বিশেষ বিষয়কে উপস্থিত রেখে মুজমাল দু'আ যাতে দুনিয়া আখেরাতের সকল প্রকার কল্যাণ রয়েছে,যেমন "রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ" কুরআন-হাদীসে বর্ণিত এমন দু'আ করতে পারবেন।
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
নামাজের ভিতর মনে মনে দোয়া করা যাবে,তবে এক্ষেত্রে চুপ থাকা যাবেনা।
নামাজের ভিতর এক রুকন সমপরিমাণ চুপ থাকলে সেজদায়ে সাহু ওয়াজিব হয়।
(এক রুকন= ছহীহ শুদ্ধ ভাবে তিন বার سبحان ربي العظيم পড়া সমপরিমাণ সময়)
বিস্তারিত জানুনঃ
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে জেনে হোক,বা না জেনে হোক, বেখেয়ালেও এমনটি হলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে।
,
নামাযে তিন তাসবীহ পরিমাণ চুপ থাকার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়।
ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; ফাতাওয়া খানিয়া ১/১২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; বাদায়েউস সানায়ে ১/৪০২; শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৫; আলমুহীতুল বুরহানী ২/৩৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৭; আদ্দুররুল মুখতার ২/৯৩ ও ১/৪৫৬
আরো জানুন
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত নামাজ গুলিতে আপনার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে।
আপনি যেহেতু সেজদায়ে সাহু আদায় করেনি,তাই বিধান হলো ওয়াক্তের ভিতরেই সেই নামাজ পুনরায় আদায় করা।
,
ওয়াক্ত চলে গেলে সেই নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা,সেই ব্যাপারে উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে।
,
যেহেতু মতবিরোধ রয়েছে,আর নামাজের ফরজ গুলো যেহেতু আদায় করা হয়েছে,তাই বিগত সেই নামাজ গুলি পুনরায় আদায় না করলেও সমস্যা হবেনা।
,
★তাসবিহ পাঠরত অবস্থায় মনে মনে দোয়া করলে তাতে কোনো সমস্যা নেই।