আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু
Social Media Marketing বা (SMM) এর ব্যবসা করা কি ইসলামে হালাল নাকি হারাম ?
যেমন আজকাল বেশীরভাগ ব্যবহারকারী সোস্যাল মিডিয়ায় (যেমনঃ Facebook, Twitter, Instagram, LinkedIn,
YouTube ইত্যাদি) তার নিজের বা ব্যবসাইয়িক একাউন্টের জনপ্রিয়তা চায় । তাই তারা কোনো ব্যাক্তি বা কোম্পানি
থেকে Followers, Subscriber, Likes, Page Likes, Comments, Views, Reviews ইত্যাদি কিনে থাকে ।
অনেক সময় তারা ছবিতে Likes, Comments কিনে আবার আইডিতে/একাউন্টে বা পেইজে Followers, Likes এইসবও
কিনে । YouTube এ গান ছেড়ে সেই চ্যানেলে Subscribers কিনে আবার গানের ভিডিওতে Views, Likes ইত্যাদি
কিনে ।
কেউ যদি এই সকল সার্ভিস অন্য পক্ষের কাছ থেকে নিকে মানুষের কাছে Resell করে তাহলে কি তার ইনকাম হারাম হবে
?
এই Followers, Subscriber, Likes, Page Likes, Comments, Views, Reviews ইত্যাদি সার্ভিস মুলত পরে
কমে যায় । কিন্তু কোম্পানি (উৎপাদক বা সেলার বা রিসেলারগণ)যদি তাদের Terms and Conditions এ বলে দেয়
যে পরে কমে গেলে তাদের কিছু করার নেই । সম্পুর্ণ দায়ভার কাস্টোমারের তার পরেও কি উৎপাদক বা সেলার বা রিসেলার
এর ইনকাম হারাম হবে ?
যদিও আমার মনে হয়ে কোনো কাস্টোমারই Terms and Conditions পড়ে না । তারা না পড়েই অর্ডার করে ফেলে ।
এতে কোম্পানির কি করার আছে ? আর এটার জন্য কি উৎপাদক বা সেলার বা রিসেলার দায়ী হবে?
আর ইসলামে যেহেতু গান বাজনা জায়েজ নাই তাহলে কি YouTube বা এই রকমের ভিডিওতে (অশ্লীল ভিডিও
না)Views, Likes ইত্যাদি বিক্রি করা কি জায়েজ/হালাল হবে ? আর যদি গান বাজনা হারাম হওয়ার কারণে গানের
ভিডিওতে Views, Likes, Comments বিক্রি করা হারাম হয় তাহলে Video বাদ দিয়ে শুধু Image বা ছবিতে এবং
আইডিতে/ পেইজে বা চ্যানেলে Followers, Subscriber, Likes, Page Likes, Comments, Views, Reviews
ইত্যাদি বিক্রি করা কি জায়েজ হবে ? Image বা ছবি গুলা যদি এমন হয় যে ছেলেদের এবং মেয়েদের Image কিন্তু
অশ্লীল না । তাহএ কি জায়েজ হবে ?
দয়া করে জানাবেন ।