আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,034 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (70 points)

আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু
Social Media Marketing বা (SMM) এর ব্যবসা করা কি ইসলামে হালাল নাকি হারাম ?

যেমন আজকাল বেশীরভাগ ব্যবহারকারী সোস্যাল মিডিয়ায় (যেমনঃ Facebook, Twitter, Instagram, LinkedIn,
YouTube ইত্যাদি) তার নিজের বা ব্যবসাইয়িক একাউন্টের জনপ্রিয়তা চায় । তাই তারা কোনো ব্যাক্তি বা  কোম্পানি
থেকে Followers, Subscriber, Likes, Page Likes, Comments, Views, Reviews ইত্যাদি কিনে থাকে ।
অনেক সময় তারা ছবিতে Likes, Comments কিনে আবার আইডিতে/একাউন্টে বা পেইজে Followers, Likes এইসবও
কিনে । YouTube এ গান ছেড়ে সেই চ্যানেলে Subscribers কিনে আবার গানের ভিডিওতে Views, Likes ইত্যাদি
কিনে । 

কেউ যদি এই সকল সার্ভিস অন্য পক্ষের কাছ থেকে নিকে মানুষের কাছে Resell করে তাহলে কি তার ইনকাম হারাম হবে
?

এই Followers, Subscriber, Likes, Page Likes, Comments, Views, Reviews ইত্যাদি সার্ভিস মুলত পরে
কমে যায় । কিন্তু কোম্পানি (উৎপাদক বা সেলার বা রিসেলারগণ)যদি তাদের Terms and Conditions এ বলে দেয়
যে পরে কমে গেলে তাদের কিছু করার নেই । সম্পুর্ণ দায়ভার কাস্টোমারের তার পরেও কি উৎপাদক বা সেলার বা রিসেলার
এর ইনকাম হারাম হবে ?
যদিও আমার মনে হয়ে কোনো কাস্টোমারই Terms and Conditions পড়ে না । তারা না পড়েই অর্ডার করে ফেলে ।
এতে কোম্পানির কি করার আছে ? আর এটার জন্য কি উৎপাদক বা সেলার বা রিসেলার দায়ী হবে?

আর ইসলামে যেহেতু গান বাজনা জায়েজ নাই তাহলে কি YouTube বা এই রকমের ভিডিওতে (অশ্লীল ভিডিও
না)Views, Likes ইত্যাদি বিক্রি করা কি জায়েজ/হালাল হবে ? আর যদি গান বাজনা হারাম হওয়ার কারণে গানের
ভিডিওতে Views, Likes, Comments বিক্রি করা হারাম হয় তাহলে Video বাদ দিয়ে শুধু Image বা ছবিতে এবং
আইডিতে/ পেইজে বা চ্যানেলে Followers, Subscriber, Likes, Page Likes, Comments, Views, Reviews
ইত্যাদি বিক্রি করা কি জায়েজ হবে ? Image বা ছবি গুলা যদি এমন হয় যে ছেলেদের এবং মেয়েদের Image কিন্তু
অশ্লীল না । তাহএ কি জায়েজ হবে ?
দয়া করে জানাবেন । 

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছে   

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهُ صلى الله عليه وسلم يَقُولُ " الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَاتٌ لاَ يَدْرِي كَثِيرٌ مِنَ النَّاسِ أَمِنَ الْحَلاَلِ هِيَ أَمْ مِنَ الْحَرَامِ فَمَنْ تَرَكَهَا اسْتِبْرَاءً لِدِينِهِ وَعِرْضِهِ فَقَدْ سَلِمَ وَمَنْ وَاقَعَ شَيْئًا مِنْهَا يُوشِكُ أَنْ يُوَاقِعَ الْحَرَامَ كَمَا أَنَّهُ مَنْ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ " . حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ .
নুমান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছিঃ হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট এবং এ দুটির মাঝে অনেক সন্দেহজনক বিষয় আছে। তা হালাল হবে না হারাম হবে সেটা অনেকেই জানে না। যে লোক এই সন্দেহজনক বিষয়গুলো নিজের দ্বীন এবং মান-ইজ্জাতের হিফাযাতের উদ্দেশ্যে ছেড়ে দেবে সে নিরাপদ হল। যে লোক এর কিছুতে লিপ্ত হল তার হারাম কাজে লিপ্ত হওয়ারও সংশয় থেকে গেল। (উদাহরণস্বরূপ) নিষিদ্ধ এলাকার আশেপাশে যে লোক পশু চড়ায়, তার এতে প্রবেশের ভয় আছে। জেনে রাখ! প্রতিটি সরকারেরই কিছু সংরক্ষিত এলাকা থাকে। সাবধান! আল্লাহ্ তা'আলার সংরক্ষিত এলাকা হল তার হারাম করা বিষয়গুলো'।

- সহীহ, ইবনু মা-জাহ (৩৯৮৪),বুখারী, মুসলিম

হান্নাদ ওয়াকী হতে, তিনি যাকারিয়্যা ইবনু আবী যাইদা হতে, তিনি শা'বী হতে, তিনি নুমান ইবনু বাশীর হতে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ অর্থে হাদীস বর্ণনা করেছেন। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। একাধিক বর্ণনাকারী নুমান (রাঃ)-এর সূত্রে একই বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করেছেন।
(তিরমিজি ১২০৫) 
,

★★কোনো ব্যাক্তি হোক,বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক,  কোনো ব্যাক্তি বা  কোম্পানি
থেকে Followers, Subscriber, Likes, Page Likes, Comments, Views, Reviews ইত্যাদি কিনে 
নেওয়া এটি গুগল সহ জাতীকে ধোকা দেওয়া হয়,যাহা কোনোভাবেই জায়েজ নেই।
,
হাদীস শরীফে এসেছে  
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

অন্য এক হাদীসে এসেছে 
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত কাজ,তা থেকে ইনকাম কোনোটাই জায়েজ নেই।
,
লাইক কমেন্ট গান বাজনাতেই হোক বা ওয়াজ ইত্যাদিতেই হোক,বিক্রয় করা জায়েজ নেই। 
এগুলো সবই ধোকার আশ্রয়। 
তাই তাহা কোনোভাবেই জায়েজ নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
আসসালামু আলাইকুম, 
হুজুর আপনি এইখানে ধোকা বলতে কি বুঝিছেন?  এক এক ব্যক্তি এক এক রকম মানসিকতা নিয়ে এই ফলোয়ার গুলো ক্রয় করে এতে কি ধরণের ধোকা হতে পারে?  

শায়েখ অনুগ্রহ করে উত্তর দিবেন। 
by (565,890 points)
এই সকল সার্ভিস ক্রয় বিক্রয় ধোকা মূলক কাজেরই অন্তর্ভুক্ত।  এগুলো আইনসিদ্ধ নয়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...