বিসমিহি তা'আলা
জবাবঃ-
বীমা সুদ এবং জোয়ার উপর নির্ভরশীল হওয়ার ধরুণ বর্তমানে প্রচলিত সকল প্রকার বীমাই হারাম।তবে সরকারের পক্ষ্য থেকে যেই সমস্ত বীমার করার জন্য পাবন্দী রয়েছে,যেমন মটর বীমা ইত্যাদি।সেই সমস্ত বীমা ঐ শর্তে করা যাবে যে,বীমা কম্পানি থেকে পরবর্তীতে শুধুমাত্র জমাকৃত টাকাই নিতে হবে।অতিরিক্ত কোনো টাকা বা সুবিধা গ্রহণ করা যাবে না।নিলেও তা সদকাহ করতে হবে।(ফাতাওয়ায়ে উসমানি-৩/৩১৪)
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিশ্ববিদ্যালয় কর্তৃক যদি ঐ বীমা বাধ্যতামূলক হয়,তাহলে সেই বীমা করা যাবে।তবে পরবর্তীতে জমাকৃত টাকার বেশী নেয়া যাবে না।আল্লাহ-ই ভালো জানেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন- 1204
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.