বিসমিহি তা'আলা
জবাবঃ-
ইদুর হত্যা করাতে কোনো সমস্যা নেই।
কেননা হাদীস শরীফে এসেছে।হযরত হাফসা রাযি থেকে বর্ণিত,
ﻋَﺒْﺪُ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦُ ﻋُﻤَﺮَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗﺎﻝ : ﻗَﺎﻟَﺖْ ﺣَﻔْﺼَﺔُ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺧَﻤْﺲٌ ﻣِﻦْ ﺍﻟﺪَّﻭَﺍﺏِّ ﻻ ﺣَﺮَﺝَ ﻋَﻠَﻰ ﻣَﻦْ ﻗَﺘَﻠَﻬُﻦَّ ﺍﻟْﻐُﺮَﺍﺏُ ﻭَﺍﻟْﺤِﺪَﺃَﺓُ ﻭَﺍﻟْﻔَﺄْﺭَﺓُ ﻭَﺍﻟْﻌَﻘْﺮَﺏُ ﻭَﺍﻟْﻜَﻠْﺐُ ﺍﻟْﻌَﻘُﻮﺭُ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন,পাচঁটি প্রাণীকে হত্যা করলে কোনোপ্রকার সমস্যা নেই।
(১)কাঁক(২)চিল(৩)ইদুর(৪)বিচ্ছু(৫)পাগলা কুকুর।(সহীহ বুখারী-১৮২৮)
অন্য এক রেওয়াতে এসেছে,
এহরাম অবস্থায়ও ইদুরকে হত্যা করা বৈধ।
সুতরাং ইদুরের উৎপাত বেড়ে গেলে হত্যা করা জায়েয।হত্যা করতে পারবেন।
বিশেষজ্ঞরা বলেন,ইদুরকে হত্যা করাই শ্রেয়,কেননা তা অনেক রোগকে বহন করে বেড়ায়।এবং ভাইরাসকে চড়িয়ে দেয়।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.