বিসমিহি তা'আলা
জবাবঃ-
সূরা ওয়াক্বেয়ার ফযিলত সম্পন্ন হাদীস সম্পর্কে উলামায়ে কিরামের মতবিরোধ রয়েছে।অধিকাংশই যঈফ বলেছেন।কেউ কেউ সহীহ বলেছেন।
যদি ধরে নেয়া হয় যে,সূরা ওয়াক্বেয়া সম্পর্কে বর্ণিত সকল হাদীস যঈফ।তাহলে বলা হবে,যে কেউ-ই তো মাওযু বলেননি।সবাই যঈফ বলেছেন।তথা এটা হাদীস রাসূলুল্লাহ সাঃ এর বানী ঠিকই কিন্তু আমরা পর্যন্ত পৌছতে সনদে কিছুটা সমস্যা হয়ে গেছে।সে হিসেবে এটা যঈফ।
সু-প্রিয় পাঠকবর্গ!
ফযিলত বিষয়ে যঈফ হাদীসের উপরও আ'মল করা যায়,যেমন বর্ণিত রয়েছে,
ইমাম আহমাদ সহ অন্যান্য মুহাদ্দিসীনে কেরাম বলেন-
ﺇﺫﺍ ﺭﻭﻳﻨﺎ ﻓﻲ ﺍﻟﺤﻼﻝ ﻭﺍﻟﺤﺮﺍﻡ ﺷﺪﺩﻧﺎ ﻭﺇﺫﺍ ﺭﻭﻳﻨﺎ ﻓﻲ ﺍﻟﻔﻀﺎﺋﻞ ﻭﻧﺤﻮﻫﺎ ﺗﺴﺎﻫﻠﻨﺎ
অর্থঃ যখন আমরা হালাল – হারামে রেওয়ায়েত করি (সনদে খুব) কড়াকড়ি করি। আর যখন ফযীলাত ইত্যাদির ক্ষেত্রে রেওয়ায়েত করি শিথিলতা করি।(হাফেয সুয়ূতী, তাদরীবুর রাবী ১/২৯৮)
মোল্লা আলী কারী (রহঃ) বলেন,
যঈফ হাদীস ফাযায়েলে আমালে গ্রহণযোগ্য (আলমাউজূআত, মোল্যা কারী, পৃঃ ৭৩)
তাই সূরায়ে ওয়াক্বেয়ার উপর আ'মল করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন- 459
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.