ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
فإذا أصاب الثوب أكثر من قدر الدرهم يمنع جواز الصلاة. كذا في المحيط
নাজাসতে গালিজাহ কাপড় বা শরীরে লাগলে, এক দিরহাম (তথা বর্তমান সময়ের পাঁচ টাকার সিকি)পরিমাণ বা তার চেয়ে কম হলে, উক্ত কাপড়ের সাথে নামায বিশুদ্ধ হবে।যদিও তা ধৌত করা জরুরী যদি সময়-সুযোগ থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/118
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাপড়ের কোনো অংশে এক ফোঁটা নাপাকি যা এক দিরহাম হবে না, তাতে যদি ফের কয়েক ফোঁটা পানি পড়ে এক দিরহামের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেই কাপড় দ্বারা নামায হবে না।
(২)বিতিরের নামায তিন রাকাত। সময় কম থাকুক বা নাই থাকুক। হানাফি ফিকহ অনুযায়ী তিন রাকাত বিতির পড়তে হবে।
(৩)মহিলা সর্বদা নামাযে কেরাত নিম্নস্বরে পড়বে, তথা এতটুকু আওয়াজ করে পড়বে যে, সে নিজে শুনবে, তবে তার পাশের জন শুনতে পারবে না। চায়, জোহর আসরের নামায হোক বা ফজর মাগরিব কিংবা এশার নামায হোক, মহিলারা সর্বদা আস্তে ও নিম্নস্বরে কেরাত ও তাসবিহাত পড়বে। সুতরাং মহিলা এতটুকু আওয়াজে তাসবিহ পড়তে পারবে যে, মহিলা নিজে শুনবে তবে অন্য কেউ শুনবে না।
وَيُؤْخَذُ مِنْ عِبَارَاتِ فُقَهَاءِ الْحَنَفِيَّةِ - وَهُوَ وَجْهٌ عِنْدَ الشَّافِعِيَّةِ وَقَوْلٌ آخَرُ عِنْدَ الْحَنَابِلَةِ - أَنَّ الْمَرْأَةَ تُسِرُّ مُطْلَقًا (٢) .
قَال ابْنُ الْهُمَامِ: لَوْ قِيل إِذَا جَهَرَتْ بِالْقِرَاءَةِ فِي الصَّلَاةِ فَسَدَتْ كَانَ مُتَّجَهًا.
وَهَذَا هُوَ أَحَدُ الْوَجْهَيْنِ عِنْدَ الشَّافِعِيَّةِ (٣) .
وَقَال النَّوَوِيُّ: حَيْثُ قُلْنَا: تُسِرُّ فَجَهَرَتْ لَا تَبْطُل صَلَاتُهَا عَلَى الصَّحِيحِ (٤)
«الموسوعة الفقهية الكويتية» (16/ 190)