ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।বিদায় এসব পরিত্যাজ্য।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা নিসা(২৯)
এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم
" ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন-
https://www.ifatwa.info/3747
অনিচ্ছাকৃতভাবে কারো কিছু নষ্ট করলে বা হলে যখন মালিক সেটা দেখল না, কিন্তু আল্লাহতো দেখতেছেন, তাই উক্ত ব্যক্তির নিকট ক্ষমা চাইতে হবে। সেই জিনিষ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হলেও উক্ত জিনিষের মালিকের নিকট ক্ষমা চাইতে হইবে। মালিককে না পাওয়া গেলে পাওয়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে। এবং পরিশেষে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
দেখুন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে বান্দার হক পর্যন্ত মাফ করে দিতে পারেন।কেননা যাকে হত্যা করা হয়েছে তার বেঁচে থাকার হক্বকে ধংস করা হয়েছিলো।সুতরাং এটাও একটা বান্দার হক।
কিন্তু এর পরও আল্লাহ তা'আলা মাফ করে দিয়েছেন।এবং হক নষ্ট হয়ে যাওয়া উক্ত বান্দাদিগকে এমন পুরুস্কার দান করবেন যে, তারা আর তাদের হক সম্পর্কে কোনো প্রকার অভিযোগ দায়ের করবে না।বান্দার হক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1012
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি তাকে আপনার হিস্সার টাকা দিয়ে দিবেন। এবং বর্তমানে বাসায় থাকা রুমমেটদের সাথে তাদের হিসাবের টাকা আদায় করার জন্য সুপারিশ করবেন। তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবেন। যদি তারা দিয়ে দেয়, তাহলে তো ভালো। নতুবা আপনি ঐ রুমমেটকে বিস্তারিত বলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন। কেননা এখানে আপনার ত্রুটিই বেশী। যদি আপনি তখন মুখ খুলতেন, তাহলে সবাই তাদের হিসসার টাকা দিতে বাধ্য থাকতো। যদি ঐ রুমমেটের সাথে এটা বলতে লজ্জা হয়, তাহলে আপনি নিজ পক্ষ্য থেকেও আদায় করে দিতে পারবেন।