বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মালে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়তে থাকে,সেগুলো সর্বমোট চার প্রকার,(১)সোনা(২)রুপা(৩)ব্যবসার মাল(৪)গবাদি পশু
এগোলো কে যেহেতু শরীয়ত বাড়ন্ত মাল বলে আখ্যা দিয়েছে,সুতরাং এগুলো বাড়ন্ত মাল।বাস্তবে সবগুলো বাড়ুক বা নাই বাড়ুক।
মালে গায়রে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়ে না।উপরোক্ত মাল ব্যতীত সবগুলোই অবাড়ন্ত।যেমন-স্থাবর সম্পত্তি এবং নিজ প্রয়োজনে ক্ররিদকৃত গাড়ী আসবাবপত্র ইত্যাদি।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ব্যবসায় খাটানো টাকা বলতে,যে টাকা দ্বারা মেশিন গাড়ী ক্রয় করা হবে,অর্থাৎ যে মেশিন বা গাড়ী খাটিয়ে ইনকাম করে হবে, সে টাকার উপর যাকাত আসবে না। তবে যে টাকা দ্বারা পণ্য ক্রয় করা হবে,সে টাকার উপর যাকাত আসবে।হ্যা বিক্রির উদ্দেশে মেশিন বা গাড়ী ক্রয় করলে অবশ্যই তাতে যাকাত আসবে।
https://www.ifatwa.info/3787
৭.৫ তুলা স্বর্ণ অথবা ৫২ভড়ি রূপা বা তার সমমূল্যের টাকার মালিকের উপর ২.৫%করে যাকাত দেওয়া ফরয। টাকা পয়সা বা ব্যবাসার মালের যাকাত রুপ্যমূল্যর ভিত্তিতেই এসে থাকে।
ঋণ ব্যতিত যত টাকার পণ্য আপনার দোকানে আছে, সেই সব পণ্যর বিক্রয়মূল্যর ধরে ২.৫% হারে যাকাত দিতে হবে। এই যাকাত প্রতি বৎসর দিতে হবে। তাছাড়া নগদ টাকা থাকলে তাতেও যাকাত আসবে। নগদ টাকা যাই হাতে থাকবে, তাকে পণ্যর সাথে হিসেব করে যাকাত দিতে হবে।