আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
2,592 views
in পবিত্রতা (Purity) by (19 points)
মাঝে মাঝেই নামাজের মধ্যে প্রস্রাবের রাস্তা দিয়ে বায়ু বের হয়,,

এতে কি নামাজ ভেঙ্গে যাবে?


অনেক আগে একবার শুনেছিলাম প্রস্রাবের রাস্তা দিয়ে বায়ু বের হলে ওযু ভাঙ্গে না,,সেজন্য বায়ু বের হওয়া স্বত্তেও আমি নামাজ কন্টিনিউ করেছিলাম,এতে কি আমার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


মৌলিকভাবে অযু ভঙ্গের কারণ ৭টি। 
 পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত,  নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ

শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)

বিস্তারিত  জানুনঃ 

সুতরাং সামনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়া এটি অযু ভেঙ্গে যাওয়ার কারনের মধ্যে নহে।
তাই এতে অযু ভেঙ্গে যাবেনা।   

★শরীয়তের বিধান হলো পুরুষ মহিলাদের লজ্জাস্থান (সামনের রাস্তা) দিয়ে বায়ু নির্গত হলে তাতে ওযু নষ্ট হয় না।
ফাতাওয়ায়ে শামী ১/২৬৩ মাকতাবায়ে যাকারিয়া।
হালবি কাবির ১২৫.ফাতাওয়ায়ে হক্কানীয়া ২/৯৩৫,ফাতাওয়ায়ে মারিগুবুল ফাতওয়া ৯৮.
দারুল উলুম  দেওবন্দ  এর  60219 নং ফতোয়া দ্রষ্টব্য।

لماقال العلامۃ ابوبکربن الحدادؒ:والریح الخارجۃ من الذَّکَروفرج المرأۃ لاتنقض الوضوء علی الصحیح الاان تکون المرأۃ مفضادۃ فانہٗ یستحبّ لھاالوضوء۔(الجوھرۃ النیرۃ:ج؍۱،ص؍۸،کتاب الطھارۃ۔نواقض الوضوء)
لماقال العلامۃ الحصکفیؒ:ولا خروج ریح من قُبل غیرمفضاۃ اماھی فیندب لھا الوضؤوقیل یجب وقیل لومنتنۃ الخ۔(الدرالمختار علٰی ہامش ردالمحتار:ج؍۱،ص؍۱۲۶،باب نواقض الوضوء)
ومثلہ فی الفتاوٰی الھندیۃ:ج؍۱،ص؍۹،باب نواقص الوضوء۔
সারমর্মঃ
পুরুষের লিঙ্গ,মহিলার পেশাবের স্থান থেকে বায়ু বের হলে এর দ্বারা অযু ভেঙ্গে যাবেনা।
এটাই ছহীহ কওল। 

এ মর্মে শাইখ আল্লামা মুহাম্মদ বিন সালিহ আল উসাইমীন (ফতোয়া ইবনে উসাইমীন ৪/১৪৭) এবং সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি ফতোয়া প্রদান করেছেন।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার নামাজ হয়ে যাবে।
নামাজের কোনো সমস্যা হবেনা।      


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
প্রস্রাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হলে তো ওজু নস্ট হয় তাহলে আমার প্রশ্ন হলো প্রস্রাব করার পর পানি ব্যবহার করার পর ওই ব্যবহারকৃত পানি অজু করার পর বের হলে কি ওযু নষ্ট হবে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...