বিসমিহি তা'আলা
জবাবঃ-
কোনো ইবাদত করার পর শরীর বা মনে ক্লান্তি অনুভব করলে, উক্ত ক্লান্তিকে দূর করে মনযোগ সহকারে পরবর্তী ইবাদত করার স্বার্থে বৈধ খেলার অনুমোদন শরীয়তে রয়েছে।নিছক টাইমপাসের স্বার্থে কোনো খেলার অনুমোদন শরীয়তে নেই।
পাবজি খেলায় যদি গান-বাজনা ও বেপর্দার কোনো কিছু না থাকে তাহলে উপরোক্ত মূলনীতির আলোকে বৈধ হতে পারে।নতুবা বৈধ হবে না।
খেলাধুলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 673
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.