বিসমিহি তা'আলা
জবাবঃ-
যে ব্যক্তি দাড়িয়ে নামায পড়তে সক্ষম,তার জন্য বসে বসে ফরয বা ওয়াজিব নামায পড়া জায়েয হবে না।(কিতাবুন-নাওয়াযিল-৩/৪৮৫)
বসে নামায পড়া সম্পর্কে জানতে ভিজিট করুন- 1162
(১)যখন দাড়িয়ে নামায পড়া কারো জন্য অক্ষম হয়ে যাবে,তখনই সে বসে নামায পড়তে পারবে।
(২)শরীর দুর্বল লাগলে সুন্নত নামায বসে পড়া যাবে।ফরয ওয়াজিব পড়া যাবে না।শুধুমাত্র দাড়াতে অক্ষম হলেই ফরয এবং ওয়াজিব নামাযে বসে পড়া যাবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.