বিসমিহি তা'আলা
জবাবঃ-
যদি দাড়ি উঠার বয়স অতিক্রান্ত হওয়ার পরও কারো দাড়ি না উঠে।তাহলে এই প্রয়োজনে দাড়ির স্থানে ক্ষুর ব্যবহারের অনুমতি দেয়া যেতে পারে।
(আহসানুল-ফাতাওয়া-৮/৭৭,ফাতাওয়ায়ে রহামিয়্যাহ-১০/১১৬)
দাড়ি উঠা যেহেতু আল্লাহর হুকুমেই হয়ে থাকে।এটা কুদরতের কাজ।তাই দাড়ি উঠার স্থানে ক্ষুর ব্যবহার না করাই উত্তম।আল্লাহ চাহে তো কাউকে দাড়ি দিবেন,না চাইলে দাড়ি দিবেন না।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১৯/৪১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
পুরুষ মহিলার পার্থক্য নিরসনে বা দাড়িকে মু'মিন মুসলমানের আ'লাম হিসেবে সুন্দর করে সুন্দর করে লোকসমক্ষে উপস্থাপন করতে চাইলে আপনি ক্ষুর ব্যবহার করতেও পারেন,আবার নাও পারেন।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.