আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
502 views
in সালাত(Prayer) by (45 points)
সম্মানীত শায়েখ আমার ২ টা প্রশ্ন ছিলো

1: ইমাম যখন ২ য় রাকাতে বিতর সালাতে বৈঠক এর পরে 3 রাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর পরে আল্ললাহ হু আকবার বলে হাত বাধে ।তখন মুক্তাদি কি মুখে আল্লাহ হু আকবর বলে হাত বাধবে নাকি শুধু হাত বাধবে    আল্লাহ হুু আকবার বলবে না।


২: আমাদের পরিবার সদস্য 6 জন  ।কিন্তু অনেকে ফিতরা নিতে আসে। যেমন ১০ জন। আমিকি 6 জনের ৭০ টাকা দিবার পরে বাকিদের নিজে থেকে 70 টাকা দিলে সমস্যা হবে

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়ার আগে হাত উঠিয়ে তাকবির বলে হাত আবার বাধা সুন্নাত,তবে কিছু উলামায়ে কেরামদের মতে ওয়াজিব।
এটি নতুন কতে নিয়ত বাধা নয়,বরং দোয়ায়ে কুনুতের আগে তাকবির বলে হাত উঠাতে হয়,তাই সকলে হাত উঠান।

তহাবী শরীফের 2442 নং হাদীসে বর্ণিত হয়েছেঃ

وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ , عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ , مَا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبِ بْنِ سُلَيْمَانَ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي يُوسُفَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِي حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ , عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ قَالَ : تُرْفَعُ الْأَيْدِي فِي سَبْعِ مَوَاطِنَ : فِي افْتِتَاحِ الصَّلَاةِ , وَفِي التَّكْبِيرِ لِلْقُنُوتِ فِي الْوِتْرِ , وَفِي الْعِيدَيْنِ , وَعِنْدَ اسْتِلَامِ الْحَجَرِ , وَعَلَى الصَّفَا وَالْمَرْوَةِ , وَبِجُمْعٍ وَعَرَفَاتٍ , وَعِنْدَ الْمَقَامَيْنِ عِنْدَ الْجَمْرَتَيْنِ قَالَ أَبُو يُوسُفَ رَحِمَهُ اللَّهُ : فَأَمَّا فِي افْتِتَاحِ الصَّلَاةِ فِي الْعِيدَيْنِ , وَفِي الْوِتْرِ , وَعِنْدَ اسْتِلَامِ الْحَجَرِ , فَيَجْعَلُ ظَهْرَ كَفَّيْهِ إِلَى وَجْهِهِ , وَأَمَّا فِي الثَّلَاثِ الْأُخَرِ , فَيَسْتَقْبِلُ بِبَاطِنِ كَفَّيْهِ وَجْهَهُ فَأَمَّا مَا ذَكَرْنَا فِي افْتِتَاحِ الصَّلَاةِ , فَقَدِ اتَّفَقَ الْمُسْلِمُونَ عَلَى ذَلِكَ جَمِيعًا وَأَمَّا التَّكْبِيرَةُ فِي الْقُنُوتِ فِي الْوِتْرِ , فَإِنَّهَا تَكْبِيرَةٌ زَائِدَةٌ فِي تِلْكَ الصَّلَاةِ , وَقَدْ أَجْمَعَ الَّذِينَ يَقْنُتُونَ قَبْلَ الرُّكُوعِ عَلَى الرَّفْعِ مَعَهَا فَالنَّظَرُ عَلَى ذَلِكَ , أَنْ يَكُونَ كَذَلِكَ كُلُّ تَكْبِيرَةٍ زَائِدَةٍ فِي كُلِّ صَلَاةٍ , فَتَكْبِيرُ الْعِيدَيْنِ الزَّائِدُ فِيهَا عَلَى سَائِرِ الصَّلَاةِ , كَذَلِكَ أَيْضًا وَأَمَّا عِنْدَ اسْتِلَامِ الْحَجَرِ , فَإِنَّ ذَلِكَ جُعِلَ تَكْبِيرًا يُفْتَتَحُ بِهِ الطَّوَافُ , كَمَا يُفْتَتَحُ بِالتَّكْبِيرِ الصَّلَاةُ وَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْضًا
যার সারমর্ম হলো ০৭ টি হাত উঠাতে হয়,নামাজের শুরুতে,বিতর নামাজের দোয়ায়ে কুনুত পড়ার আগে তাকবিরের সময়, দুই ঈদের নামাজের সময়,হজরে আসওয়াদ পাথর ইস্তেলাম (চুম্বন,স্পর্শ ইত্যাদি)  করার সময়, সাফা মারওয়া পাহাড়ে,আরাফাতের ময়দানে,উভয় জামারায় পাথর নিক্ষেপের সময়,,,,,। 

আরো জানুনঃ 
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মুক্তাদী আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বাধবে।
এটাই সুন্নাত।
,
তাকবির না বললে এটি সুন্নাতের খেলাফ হবে।
,
(০২)
কোনো সমস্যা নেই।
 
আপনি যত ইচ্ছা দান খয়রাত করতে পারেন।
এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...