আসসালামু আলাইকুম।
গতকাল ifatwa তে একটি প্রশ্ন করি।[প্রশ্নটা ছিল এরকম-কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের বিয়ে করা হারাম? কুরআন ও হাদিসে কি বলা হয়েছে যে হযরত মুহাম্মদ (সা।) - এর স্ত্রীদের বিয়ে করা হারাম। এবং যদি থাকে তবে দয়া করে বুঝিয়ে বলবেন।]
উত্তরে ifatwa থেকে যে উত্তরটি পাই তার সাথে আমি একমত হতে পারলাম না।উত্তরে বলা হয়েছিল যে নবির স্ত্রীরা আমাদের মায়ের মতো বলে তাদের বিয়ে করা হারাম।কিন্তু আমরা জানি নবিজি তার পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করেছিলেন।কেননা পিতার মতো হলেই পিতা হয় না।আবার নবির স্ত্রীদের আল কুরআনে বলা হয়েছে অন্য পুরুষের সামনে পর্দা করার কথা।কিন্তু মায়ের সামনে পর্দা বৈধ নয়।সুতরাং নবির স্ত্রীরা মায়ের মতো তবে মা নয়।সুতরাং মা হওয়ার দরুন নবীর স্ত্রীদের বিয়ে হারাম উত্তরটি সঠিক বলে আমার মনে হয় না।তবে আমি এর কিছু কারণ দেখাতে পারি নবি সাঃ এর স্ত্রীদের বিয়ে হারাম হওয়ার ক্ষেত্রে-
১|নবীর মৃত্যুর পর তার স্ত্রীদের যদি বিয়ে হতো তবে হাদিস ও কুরআনের বিকৃতির সম্মুখীন হতে হতো।
২|স্বামী যদি ইসলাম বিদ্বেষী হতো তবে নবী( সা) এর স্ত্রীরা ঐ স্বামীী কর্তৃক অত্্যাচারের সঙ্কা ছিল।
আল্লাহই ভালো জানেন। ভালো কোনো উত্তর থাকলে শায়েখ জানাবেন।