আমাদের দেশের হানাফী মসজিদ গুলোতে দেখা যায় যে,জামাত বেশ দেড়িতে হয়।যেমন,বিশেষকরে আসরের সালাত আর ফজরের সালাত।
আসরের সালাত পড়ে উঠতে না উঠতেই দেখা যায়,মাগরিবের আযান দিয়ে দেয়া হয়।আবার দেখা যায় ফজরের সালাত এমন সময়ে হয়,যা সূর্য ঠিক আগ মুহুর্তে।
সৌদি আরবের এক ওয়াক্ত নামাযের পর অন্য ওয়াক্তের নামায পর্যন্ত বেশ ভাল একটা টাইম পাওয়া যায়।কিন্তু আমাদের দেশে এমনটা না।এর ফিকহী কোনো কারণ আছে কী? জানালে উপকৃত হবো।