আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
337 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (28 points)
আমাদের চারপাশে অনেক বেধর্মী মানুষ আছে যারা মনে করে যে, তাদের ধর্মীয় দেবতা তাদের রিজিক,অক্সিজেন এসব দেয়। কিন্তু আবার অনেকে মনে করে যে, আল্লহ ,ভগবান সব এক। নাউজুবিল্লাহ!
এখন প্রশ্ন হচ্ছে, আল্লহ যদি তার বানানো বান্দাদের দুনিয়াবি সুযোগ সুবিধা দেয় তাহলে কেন হেদায়েত দেন নাহ?
আর যদি হয় শুধু দুনিয়াবি সুযোগ এর কথা তাহলে এদের কষ্ট কেন হয়?বিপদ কেন হয়?
আমরা তো জানি যে আল্লহ আমাদের বিপদ দেন আমাদের পরীক্ষা করার জন্য৷
অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলছি,আসলে এগুলা আমাকে অন্য একজন প্রশ্ন করেছে,আমি সঠিক উত্তর দিতে পারিনি।তাই এখানে জানতে চেয়েছি। জাজাকাল্লাহু খইরন।
by (598,200 points)
"আর যদি হয় শুধু দুনিয়াবি সুযোগ এর কথা তাহলে এদের কষ্ট কেন হয়?বিপদ কেন হয়?" এই কথার অর্থ কি হতে পারে? একটু বুঝিয়ে বলবেন। 
by (28 points)
সালাম নিবেন ওস্তাদ। আমি আসলে বুঝাতে চাচ্ছিলাম যে, আমরা তো জানি যে আল্লহ আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন। 
আবার এটাও শুনেছি যে,বেধর্মী দের জন্য শুধুমাত্র দুনিয়ার সুখ শান্তি,আখিরাত এ তারা কিছুই পাবে নাহ। 
কিন্তু অনেক অনেক বেধর্মী আছে যারা দুনিয়ায় কষ্ট থাকে। তারা তো দুনিয়ার সুখ পায় নাহ। 


by (598,200 points)
দুনিয়াতে বিধর্মীদের মধ্যে কেউ ভালো কোনো কাজ করলে তাকে আল্লাহ সামান্য কষ্ট দিয়ে আখেরাত মুখী , এবং ইসলাম মুখী করার চেষ্টা করে থাকেন। 

1 Answer

0 votes
by (598,200 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিত আছে,
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ مَا سَقَى كَافِرًا مِنْهَا شَرْبَةَ مَاءٍ " .
 তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার নিকট যদি এই পৃথিবীর মূল্য মশার একটি পাখার সমানো হত তাহলে তিনি কোন কাফিরকে এখানকার পানির এক ঢোকও পান করাতেন না। ( সুনানে তিরমিযি-২৩২০)

আল্লাহ তা’আলা বলেন,
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
তারা ভীষণ চক্রান্ত করে,
وَأَكِيدُ كَيْدًا
আর আমিও কৌশল করি।
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে। ( সূরা তারিক-১৫-১৭)

আল্লাহ তা’আলা অন্যত্র বলেন,
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ- أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ-وَلِسَانًا وَشَفَتَيْنِ-وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,জিহবা ও ওষ্ঠদ্বয় ?বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি। ( সূরা বালাদ-৭-১০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এই পৃথিবী আল্লাহর কাছে মূল্যহীন, এজন্য আল্লাহ কাফেরদেরকে ছেড়ে দিয়েছেন, তাদের সামনে আল্লাহ তা’আলা ভালোমন্দ দুটি জিনিষ রেখেছেন। তাদেরকে পরীক্ষা করার জন্য।
কিছু কিছু বিধর্মীদেরকে আল্লাহ দুনিয়াতেও তার আযাবের যৎ সামান্য নমুনা দেখিয়ে দেন। এটার তার আখেরাতের আযাবের সূচনা মাত্র। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...