আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
735 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আমি অবশ্য জানার পর দ্বিধাদ্বন্দ্বে একবার অজু করেছিলাম কিন্তু নামায পরি নাই। এতে আমি যে পানি touch করেছিলাম, তাতে কি আমার শরীর নাপাক হয়েছিল।। পরে আবার ভালো পানি দিয়ে অজু করেছিলাম অ্যান্ড আর ওই ট্যাঙ্ক এর পানি clean করেছিলাম। কিন্তু আমি যে এই সময়ে একবার পানি use করেছিলাম, এতে আমার কি হবে, যে সমস্ত jaigai পানি লেগেছিল, সেগুলা কি ধুতে হবে?? অবশ্য আমি ভালো পানি দিয়ে অজু করেছিলাম তার পর, কিন্তু dress change na korei namaz adai koreso...

1 Answer

0 votes
by (606,270 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
ট্যাংকির পানি নাপাক হয়ে গেছে।

পবিত্র করার পদ্ধতি
উক্ত মৃত পাখিকে প্রথমে বাহিরে ফেলতে হবে।
তারপর নিম্নের যেকোনো এক পদ্ধতির অনুসরণ করে ট্যাংকি বা ট্যাংকির পানিকে পবিত্র করা যাবে।

(এক)
সমস্ত পানি ফেলে দেয়া।

(দুই)
নিচ থেকে পানি তুলে ট্যাংকিকে ভড়ে পানিকে  প্রবাহিত করে দেয়া।অর্থাৎ মটরের মাধ্যমে নিচ থেকে পানি তুলা হবে, যখন ট্যাঙকি ভড়ে ট্যাংকির উপর দিয়ে গড়িয়ে পানি প্রবাহিত হতে থাকবে, তখন সে ট্যাংকিটি নালার পানি বা নদীর পানির মত প্রবাহিত পানি হয়ে যাবে।আর প্রবাহিত পানিকে কোনো নাপাক জিনিষ অপবিত্র করতে পারে না।পরিভাষায় এ জাতীয় পানিকে মা-য়ে জারি বলে।(আহসানুল ফাতাওয়া-২/৪৮)
আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...