আসসালামু আলাইকুম ,এক বোন এর বাচ্চা হচ্ছেনা তাই ডাক্তার এর পরামর্শে লেপ্রোস্কপি করানো হয় জানুয়ারী মাসে ..ফেব্রুয়ারী তে 9তারিখে উনার হায়েজের ডেট ছিল ..পিরিয়ড হয় তবে 2দিন থাকে .মার্চে ও 9 তারিখে ডেট ছিল কিন্তু 20 তারিখে হায়েজ আসে এবং তাও 2 দিন স্থায়ী হয় ..এপ্রিল মাসে হায়েজ আসেনি ..মে মাসে 6 দিন আগে কয়েক ফোঁটা ব্লাড দেখতে পান এর পর আবার ছিলোনা ..এখন আবার ব্লাড দেখেছেন কিন্তু অল্প ..এই যে উনার হায়েজের এমন অভ্যাস এক্ষেত্রে উনি কি ইস্তেহাযা ধরে ইবাদাত করবেন নাকি হায়েজ ?
উনার ক্ষেত্রে ইবাদাতের হুকুম কি হবে ?