আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
503 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (7 points)
আমার পিতা মারা যাওয়ার পর বেশ কিছু বছর অতিবাহিত হলো। এখনো সম্পূর্ণ অর্থ(চাকুরী সুত্রে+ পাওনা বাবদ পাওয়া)  অবণ্টিত অবস্থায় মায়ের দায়িত্বে রয়েছে এবং ব্যবসায়ে বিনিয়োগ করা হয়েছে । এখন উক্ত অর্থ কি মীরাস হিসেবে সাব্যস্ত হবে?

নাকি মায়ের ব্যাক্তিগত সম্পদ বলে বিবেচিত হবে?

সেক্ষত্রে যাকাত কুরবানির বিধান কি হবে?

শুধুমাত্র মায়ের উপর যাকাত আসবে নাকি সকল বালেগ সন্তানেরে উপরও উক্ত অর্থ থেকে যাকাত আসবে/ কুরবানির হুকুম হবে?

1 Answer

0 votes
by (559,530 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم 


প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
প্রশ্নে উল্লেখিত ছুরতে ওয়ারিশদের মাঝে সেই সম্পদ তার মা এখনো বন্টন করে দেয়নি।
বিধায় সেখানে করজ এর মাসয়ালা প্রযোজ্য হবে।
তথা আপনার টাকা,সম্পদ আপনার মায়ের কাছে  করজ হিসেবে আছে।
এটা যদি নেসাব পরিমান সম্পদ হয়,বা আপনার অন্যান্য সম্পদের সাথে মিলিয়ে এটি নেসাব পরিমান সম্পদ হয়,তাহলে এর উপরে আপনার পক্ষ থেকেই যাকাত ফরজ হবে।
,
 এটি যেদিন আপনার উসুল হবে,সেদিন বিগত বছর গুলোরও হিসেব করে যাকাত দিতে হবে।

تجب الزكاة في التركة بعد مضي سنة من وفاة المورث، لأن التركة تنتقل ملكيتها من المتوفى إلى الورثة من تاريخ الوفاة، إذا بلغ نصيب الوارث نصابا من النقود أو الحلي من الذهب والفضة، وأما ما سوى ذلك من التركة فليس فيه زكاة إلا إذا أعده الوارث للتجارة، فإنه يبتدئ فيه حول الزكاة من حين أعده لذلك، وأما العقار فلا زكاة فيه إذا كان لغير التجارة، فإذا أُجِّر وجبت الزكاة في أجرته، إذا بلغت نصابا بنفسها أو بضمها إلى ما لديه من النقود أو عروض التجارة وحال عليه الحول، أما إذا كانت التركة إبلا أو غنما أو بقرا فإن كانت للتجارة ففيها زكاة عروض التجارة، وإن كانت للقنية فليس فيها زكاة إلا بشرطين:
أحدهما: بلوغ النصاب.
والثاني : أن تكون سائمة جميع الحول أو أكثره، والسوم هو الرعي، وأما الهبة فالحكم فيها
كالحكم في التركة على ما سبق تفصيله " انتهى .
"فتاوى اللجنة الدائمة" (9/305) .
সারমর্মঃ
মাইয়্যিতের মারা যাওয়ার দিন থেকে নিয়ে এক বছর পূর্ণ হলে সেই মিরাছ সূত্রে পাওয়া সম্পদের উপর যাকাত ফরজ হয়।
যদি সেটি কোনো ওয়ারিশের নেসাব পরিমান হয়।,,, 

শরীয়তের বিধান হলো পাওনা উসূল হওয়ার পর ওই টাকার যাকাত আদায় করা ফরয হয়। তার আগে আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে যাকাত আদায় হয়ে যাবে।-মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩৪৭, ১০৩৫৬

উপরোক্ত ক্ষেত্রে পাওনা উসূল হতে যদি কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যায় তাহলে উসুল হওয়ার পর বিগত সকল বছরের যাকাত আদায় করা ফরয হয়। -মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭১১৬,৭১২৯,৭১৩১; মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩৪৬,১০৩৫৬।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত টাকা সম্পদ উসুল হওয়ার পর যাকাত ফরজ হবে।
বিগত বছর গুলোরও তখন যাকাত দিতে হবে।     
.
তবে এক্ষেত্রে কুরবানীর বিধান ভিন্ন।
যদি নিজের সম্পদ আর সেই সম্পদ মিলে নেসাব পরিমান সম্পদ হয়,তাহলে কুরবানী ওয়াজিব হবে।
তবে যদি সেই সম্পদ উসুল না হয়,আর কুরবানীর দিন গুলোতে তার কুরবানী দেওয়ার মতো অতিরিক্ত টাকাও না থাকে,তাহলে করজ নিয়ে কুরবানী দেওয়া তার উপর ওয়াজিব নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...