"
কোনো ব্যাংক যদি মাসিকহারে নির্দিষ্ট পরিমাণ মুনাফা না দেয়। বরং মুনাফার পার্সেন্টিস ঠিক করে মুদারাবা(যৌথব্যবসা-একজনের টাকা আর অন্যজনের শ্রম)এর ভিত্তিতে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে।
নামেমাত্র নয় বরং যদি ব্যাংক বাস্তবেই পুঁজিকে ব্যবসায় খাটায়,তাহলে উক্ত ব্যাংকের সাথে মুদারাবা ভিত্তিক ব্যবসা জায়েয।
সম্ভবত এরকম ব্যাংক আমাদের এখানে তথা বাংলাদেশে নেই।
ইসলামি ব্যাংক সম্পর্কে কেউ কেউ বলে থাকলেও আমাদের অনুসন্ধানে তারা শরীয়তকে পরিপূর্ণরূপে মেনে চলে না।
হ্যা তারপরও খুজ নিয়ে দেখেন,যদি তারা পুরোপুরি শরীয়তকে মেনে চলে।অর্থাৎ তারা যদি লাভ-ক্ষতিতে গ্রাহককে অংশিদ্বার করে ও মুনাফার পার্সেন্টিস নির্দিষ্ট করে এবং বাস্তবেই দেখারমত কোনো ব্যবসায় পুঁজি খাটায়, তাহলে তাদের সাথে ব্যবসা করতে কোনো বাধা নেই।
هذا ما خطر بالبال والله أعلم بحقيقة الحال
অাল্লাহ-ই ভালো জানেন।
মুফতী ইমদাদুল হক
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ।
সিলেট,বাংলাদেশ।