আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
282 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (27 points)
আসসালামু আলাইকুম।
https://ifatwa.info/13278/ এ প্রস্ন থেকে আসতেছি আমার উত্তরের খোজে।
আমি এক সময় পর্ণ আসক্ত হয়ে পরেছিলাম ফলসরুপ হস্ত মৈথুনের অ আসক্তি হয়ে যাই। কিন্তু প্রতিবার এ পাপ করার পর আমি নিজেই অন্তরে কষ্টবোধ করি। আল্লাহর কসম আমি নিজেকে মুসলমান এবং আল্লাহর বান্দা বলে পরিচয় দেই এবং আল্লাহ চাইলে শেষ নিসসাস পর্যন্ত দেব


এ জন্য আমি অনেকবার তাওবা করেছি।প্রতি বার এ পাপ করার পর করতাম। এখন আলহামদুলিল্লাহ করি না তবে সামনে কি হবে আল্লাহর একান্ত ইচ্ছা। তবে আল্লাহর রাগের কারন কোন দিন আমি নিজে জেনে শুনে হতে চাই না। আল্লাহর জন্য নিজেকে অনেক পরিবর্তন করেছি।আমি এখন পর্যন্ত আমার সকল প্রায় সকল খারাপ অভভাস ছেরে দিয়েছি। একমাত্র আল্লাহর জন্য।
আমি একবার আল্লাহর কাছে খুব খালেস নিয়াতে বলেছিলাম যে আল্লাহ তোমার কাছে ওয়াদা বদ্ধ থাকছি আর কোনদিন ওমন করব না। কিন্তু আফসস আমার জন্য। শায়তান আমাকে সেশ করে দিল। অই কাজ আবার আমার দারা হয়ে গিয়েছে।৷
১। এ অবসস্থাই আমার ইমান থাকবে?
২। আমি একান্তে হক বা আমার পরিবারের সামনে সব সময় পুরন বিসসাস নিয়ে শা হাদা আর কালিমা পরি।
আপনার উত্তর এর আশায় আছি আমায় সাহায্য করুন।

1 Answer

+1 vote
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


নিয়মিত নামায আদায় করতে হবে এবং আল্লাহর কাছে মুনাজাত করে, তাঁকে স্মরণ করে, তাঁর কিতাব তেলাওয়াত করে স্বাদ অনুভব করতে হবে। 

আল্লাহ্ তাআলা বলেন,

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর। (সূরা আনকাবুত ৪৫)

একবার সাহাবারা রাসূলুল্লাহ ﷺ-কে বলল, অমুক সাহাবী বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ ﷺ জিজ্ঞেস করলেন, সে কি এখনো নামাজ পড়ে? সবাই বলল, হ্যাঁ, পড়ে। রাসূলুল্লাহ ﷺ বললেন, সে যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ তাকে অবশ্যই একদিন খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। (মুসনাদে আহমাদ ২/৪৪৭)
,
★★প্রশ্নে উল্লেখিত ছুরতে বলবো যে আপনাকে দ্রুত বিবাহ করতে হবে।

রাসূলুল্লাহ সাঃ বলেন,

(يَا مَعْشَرَ الشَّبَابِ ، مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ)

হে যুবকদের দল! তোমাদের মধ্যে যারা সামর্থবান,তারা যেন বিয়ে করে নেয়।কেননা বিয়ে চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।আর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা যেন রোযা রাখে।কেননা রোযা ঢাল স্বরূপ।(সহীহ বোখারী-১৯০৫,সহীহ মুসলিম-১৪০০)
,
আরো জানুনঃ 
,
(১.২)
হ্যাঁ আপনার ঈমান বহাল আছে।
ঈমানের কোনো সমস্যা হয়নি।
তাই কালেমা পড়ে মুসলমান হতে হবেনা।
তবে পুনরায় গুনাহ করার কারনে আবার খালেছ দিলে তওবা করতে হবে।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...