আসসালামু-আলাইকুম,
শায়েখ, আমি একটি মেয়ে কে অসম্ভব পরিমান ভালোবাসি, সেই মেয়েটিও আমাকে অসম্ভব পরিমান ভালোবাসে । আমরা এখন একটি হারাম (প্রেমের) সম্পর্কে আছি । মেয়েটি এখন HSC পরিক্ষার্থী এবং আমি JSC পরিক্ষার্থী । সে আমার ক্লাস এ সিনিয়র হলেও বয়স এ জুনিয়র । আবার সার্টিফিকেট এর বয়স এ সে আমার সিনিয়র । আমাদের দুইজনেরই এখন ১৮বছর পার হয়েছে, সে আমার ৩মাসে জুনিয়র ।
১বছরের সম্পর্কে আমাদের মাঝে শারিরীক কোনো সম্পর্ক হয়নি, এবং এই সকল কথপোকথন থেকেও বিরত আছি আল্লহামদুলিল্লাহ । মেয়েটি ৫ওয়াক্ত নামাজ পরে রোজা রাখে আল্লহামদুলিল্লাহ । আমিও নামাজ রোজা কায়েম করি আল্লহামদুলিল্লাহ ।
আমরা যখন রিলেশনশিপ স্টার্ট করি তখন আমরা ইসলামিক বিষয় গুলো নিয়ে তেমন একটা ভেবে দেখিনি, কিন্তু ৭-৮ মাস পর আমরা রিয়েলাইজ করি আমাদের এই সম্পর্কে থাকা উচিৎ হচ্ছে না । এই সম্পর্কে থেকে আমাদের প্রত্যেকটি পদে পদে গুনাহ হচ্ছে । এই রিলেশনশিপ এ থাকা টা যেনা করা হচ্ছে, যেনা কারীর ইবাদত/দু'আ আল্লাহ কবুল করেন না । আল্লাহর ভয় আমাদের দুইজনের মনেই আসে । আমরা অনেক কিছু বিবেচনা করার পর রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার সিধান্ত নেই, এবং আমরা তা করি, কিন্তু আমরা রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে বেশিক্ষন থাকতে পারি না । পুনরায় আমরা রিলেশনশিপ এ প্রবেশ করি । অতপর আমরা সিধান্ত নেই আমরা বিয়ে করবো, বাসায় না জানিয়ে । কেননা আমাদের পরিবার এমন কঠর যে আমাদের এখন এই বিষয়ে পরিবার কে জানানো সম্ভব না কোনো ভাবেই । তাই আমরা চাচ্ছি পরিবার এর মতামত ছাড়াই বিয়ে করে আল্লাহর পথ এ আসতে, সঠিক ভাবে আল্লাহর দেওয়া বিধিবিধান মানতে, আল্লাহর দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করতে । এই হারাম রিলেশনশিপ এ থাকা সম্বব হচ্ছে না । এখন আমরা পরিবার কে না জানিয়ে বিয়ে করতে চাচ্ছি । আমাদের কুফু মিল আছে ।
শায়েখ এর কাছে আমার প্রশ্ন - আমরা কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? সে ক্ষেত্রে আমাদের করনীয় কি?