বিসমিহি তা'আলা
জবাবঃ-
যাকাতের মাল দ্বারা খানা রান্না করে গরীব-মিসকিনকে খাওয়ানোও জায়েয আছে।(ফাতাওয়ায়ে দারুল উলূম-৬/১৪২)
কোনো গরীব-মিসকিনকে স্বাবলম্বী করার জন্য কিছু করে দেওয়াও জায়েয।
থানভী রাহ বলেন,যাকাতের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা না করে টাকা দ্বারা গরীবকে মালিক বানিয়ে দেয়াই উত্তম।(কিতাবুল ইলমে ওয়াল উলামা)
হ্যা যদি দেখা যায় যে,কাউকে টাকা দিলে সে অযথা টাকাকে নষ্ট করে ফেলবে,তাহলে এমতাবস্থায় টাকা না দিয়ে কিছু করে দেয়াই উত্তম।
তবে অবশ্যই তাকে উক্ত জিনিষের মালিক বানিয়ে দিতে হবে।
(2)
বৎসরের যেকোনো সময়ই যাকাত দেয়া যায়।তবে রমজান মাসকে যাকাত আদান-প্রদাণের মাস হিসেবে বেছে নেয়াই উত্তম।কেননা রমজান মাসে একটি আ'মলের সওয়াব অন্য মাসের তুলনায় অনেক বেশী।রমজান মাসের একটি আ'মলের ৭০বা ৭০০ বা তার চেয়ে বেশী করে সওয়াব আল্লাহ তা'আলা দেন।যেহেতু লোকজন রমজান মাসেই আপনাদের তহবিলে যাকাতের টাকা জমা দিচ্ছে,সুতরাং রমজানের ভিতরই সেটাকে কাজে লাগানো উচিৎ।
আল্লাহ-ই ভালো জানেন।