বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিশেষ জরুরত ব্যতীত ফটো-ভাস্কর্য তথা স্থীর চিত্র ইসলামে পরিস্কার হারাম।ভিডিও সম্পর্কে মতবিরোধ থাকলেও দ্বীনী জরুরতকে সামনে রেখে সমসাময়িক বিজ্ঞ উলামায়ে কেরামের অনেকেই এর রুখসত দিয়ে থাকেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/2253
ইউটিউবে এডসেন্স ইনকাম সম্পর্কে এতটুকু বলা যায় যে,এখানে হালাল-হারাম সকল প্রকার জিনিষের এড শো হতে পারে,এর সম্ভাবনা রয়েছে।সর্বোচ্ছ ৫০০ ক্যাটাগরি পর্যন্ত এডকে ব্লক করা যায়,এর চেয়ে বেশী ব্লক করার অনুমোদন কর্তৃপক্ষ থেকে নেই।বিধায় তাকওয়ার দাবী হলো,এমন ইনকাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইউটিউবে যদি অন্যকে উপকার পৌছানোর উদ্দেশ্য থাকে,তাহলে এক্ষেত্রে কয়েকটি শর্তে অনুমোদন দেয়া যেতে পারে,
(ক)মিউজিক থাকতে পারবে না।
(খ)নারী দৃশ্যপট থাকতে পারবে না।
(গ)ফিতনার আশংখার ধরুণ নারীকন্ঠও থাকতে পারবে না।
(ঘ) খোলামেলা কোনো দৃশ্যায়ন তাতে থাকতে পারবে না।
আর যদি এডসেন্স ইনকামের জন্য ইউটিউব চ্যানেল খুলা হয়ে থাকে,তাহলে তাকওয়ার দাবী হল,এমন ইনকামে জড়িত না হওয়া।যেহেতু আপনার উদ্দেশ্য হল,দ্বীন নিয়ে কিছু জানা বা বুঝা,তাই কেউ এডসেন্স ইনকামের উদ্দেশ্য নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করলেও এক্ষেত্রে আপনার জন্য ঐ সব ভিডও দেখা নাজায়েয হবে না।যদিও আপনার দেখার মাধ্যমে সে উৎসাহ পাচ্ছে,কেননা আপনার সামনে এছাড়া আর কোনো ওয়াই নাই।প্রত্যেক কাজই তার নিয়তের উপর নির্ভরশীল।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক জিনিষ বোঝার ও সে অনুযায়ী আ'মল করার তাওফিক দান করুক।আমীন।