বিসমিহি তা'আলা
জবাবঃ-
হীরার গহনাতে যাকাত ওয়াজিব হয় না।তবে ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে থাকলে তখন ব্যবসায়িক পণ্য হিসেবে তাতে যাকাত আসবে।
(ব্যক্তি ও রাস্ট্রীয় পর্যায়ে যিকাতের বিধান-৩০)
যদিও হীরার গহনাতে যাকাত ওয়াজিব হয় না,তবে যাকাত না দেয়ার ফন্দি হিসাবে হীরাকে ক্রয় করে রাখা যাবে না।বরং এটা মাকরুহ হবে।
আল্লাহই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.