বিসমিহি তা'আলা
জবাবঃ-
যে ক্যাসেট বা মেমোরি কার্ডে কুরআনে কারীম সংরক্ষিত রয়েছে,সেই ক্যাসেট বা মেমোরি কার্ড বিনা অজুতে স্পর্শ করা জায়েয।কেননা তাতে তো কুরআন দেখা যাচ্ছে না।
মুহাক্কাক্ব ও মুদাল্লাল জাদীদ মাসাঈল;১০৯
(জামেয়া ইসলামিয়া এ'শাআ'তুল উলূম, -মহার্রাষ্ট,ভারত- কর্তৃক প্রকাশিত)
কুরআনে কারীম রেকর্ড/সংরক্ষিত রয়েছে এমন মুবাইলকে বিনা অজুতে স্পর্শ করা জায়েয।কেননা এটা যেমন মানুষের ব্রেইনের মত।
তবে যদি কুরআনের কোনো আয়াত স্কীনে ভেসে উঠে তাহলে সে আয়াতকে বিনা অজুতে স্পর্শ করা জায়েয হবে না।
ইমদাদুল ফাতাওয়া ৪/২৪৫
আল্লাহই ভালো জানেন।
মুফতী ইমদাদুল হক
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ।
সিলেট বাংলাদেশ।