বিসমিহি তা'আলা
জবাবঃ-
অনেক পুরাতন হওয়ায় পড়া যায় না বা পড়ার অনুপযোগী কুরআনের কোনো কপি সম্পর্কে কি করতে হবে এ সম্পর্কে উলামায়ে কেরাম দু'টি পরামর্শ দিয়ে থাকেন।
হয়তো উক্ত কপিকে ভালভাবে জ্বালিয়ে ছাই করে দাফন করে দেয়া।বা ভাড়ি কিছুর সাথে বেধে গভীর জ্বলে নিক্ষেপ করে দেয়া।যাতেকরে কারো পায়ের নীচে পড়ে কুরআনের অসম্মান না হয়ে যায়।
উক্ত দুই মতের মধ্যে পানিতে ফেলে দেয়াই উত্তম বলে কেউ কেউ মত প্রকাশ করেন।
দুনিয়াতে অনেক দল এবং মত রয়েছে।মসলমানদের মধ্যেও অনেক দল-উপদলের সৃষ্টি হয়েছে।এবং তাদের অনেকেই নিজ নিজ মতকে হক্ব প্রমাণ করার জন্য কুরআন হাদীস থেকে দলীল-প্রমাণ দেয়ার অপচেষ্টা করে থাকেন।
সুতরাং গোমড়াহ ফিরকাহ সমূহের কোনো কিতাব কারো সংগ্রহশালায় থাকলে এবং উনি ঐ কিতাবকে নষ্ট করার ইচ্ছা পোষণ করলে, উনার জন্য উচিৎ হবে কোনো ভাড়ি জিনিষের সাথে বেঁধে সেটাকে গভীর জ্বলে নিক্ষেপ করে দেয়া।কেননা তাতে কুরআন হাদীস থেকে রেফারেন্স টেনে অবশ্যই অপব্যখ্যার চেষ্টা করা হবে।তাই যাতে কুরআন হাদীসের অসম্মান না হয় সেই দিক বিবেচনায় উক্ত কপিকে পানিতে ফেলে দেয়াই উত্তম হবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.