বিসমিহি তা'আলা
জবাবঃ-
শরয়ী দৃষ্টিকোণে বৈধ পড়াশোনা জায়নামাযে বসে করা যাবে।তবে ছবি সম্ভলিত কোনো কিতাব,বা জাদু বিদ্যা ইত্যাদি জায়নামাযে বসে পড়া যাবে না।
খালেদ সাইফুল্লাহ রাহমানি রাহ এ সম্পর্কে একটু বাড়িয়ে লিখেন,
জায়নামাযে শয়ন করাও জায়েয।তবে জায়নামায অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে সেখানে শয়ন না করাই উত্তম।(কিতাবুল-ফাতাওয়া ফাতাওয়া-৩/১২৯)
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.