আসসালামু আলাইকুম
প্রশ্নঃ
আমি এবং আমার স্বামী,আমরা দুই জন দুই জায়গাতে থাকি, বিয়ের পর আমারা দুইজন দুইজনকে ২/৩ বার স্পর্শ করলেও আমাদের মাঝে সহবাস করা হয় নাই,এবং এমন কোন জায়গায় আমরা সময় ও কাটাই নাই,যেখানে চাইলেই সহবাস করা যাবে।
কিন্তুু মোবাইলের ইনবক্সে ২/৩ বার ২ জনই ২ জনকে কিছু গোপন ছবি পাঠিয়েছিলাম।
বিভিন্ন কারনে যখনই আমাদের ঝগড়া হয় মাঝেমাঝেই আমার স্বামী আমাকে বলে আমাকে আর ফোন,ম্যাসেজ দিবা না,দিলে তালাক।(প্রত্যেকবারই নিয়ত ছাড়া,না বুঝে,শুধুমাত্র আমাকে ভয় দেখিয়ে ঝগড়া থামিয়ে দেওয়ার জন্য)
তখন আমি আর তাকে ফোন,ম্যাসেজ দেই না।
কিন্তুু পরে সে যখন আমাকে ফোন দেয় এবং আমি তাকে ঐ ব্যাপারে জিজ্ঞেস করলে বলে আমি আমার কথা তুলে নিছি,
ফোন- ম্যাসেজ দিও সমস্যা নাই,তার এই কথা শুনার পর আমি পুনরায় তাকে ফোন - ম্যাসেজ দিতাম।
এমন পরিস্থিতি আমাদের দুজনের মাঝে বহুবার হয়েছে(তিনবারের বেশী)।
প্রত্যেকবারই আমি যখন বলেছি তোমার কথা তুলে নাও এবং সে যখন নিজ মুখ দিয়ে বলেছে , আমি আমার কথা তুলে নিছি তারপর আমি তাকে
ফোন- ম্যাসেজ দিয়েছি।
এতে কি আমাদের মাঝে কোনবার তালাক পতিত হয়েছে?
আমি যদি আমার স্বামীর সাথেই পরবর্তীতে ঘর- সংসার করতে চাই,তবে করণীয় কি????