আমার বোন আগে একটা কসমেটিকস এর পেজ এ প্রোডাক্ট সেল এর কাজ করে ইনকাম করতো। এখন ওটার পাশাপাশি মোবাইলে বিভিন্ন এপ ইউজ করে মানুষের ছবি আকঁতো আগে, সে এখন এটাকে পেইড এ করা শুরু করসে। এভাবে মানুষের ছবি আঁকা যে গুনাহ এটা তাকে আমি বোঝাতে পারছিনা। সে আমার কথা শুনবেনা, এভাবে মানুষের ছবি আঁকবেই। এই ছবি আঁকার মাধ্যমেই সে এখন উপার্জন করে। তার পেজের ইনকাম আর ছবি আঁকার ইনকাম একই একাউন্টে আসে।
আমার মাদ্রাসার বেতন সে দেয়, এখন যেহেতু সে একটা হারাম কাজ করে উপার্জন করছে তো তার থেকে টাকা নিয়ে আমার মাদ্রাসার বেতন দিলে কি গুনাহ হবে? তার ইনকাম টা হালাল হারাম মিশ্রিত।