আমি একটা কোমপানি তে চাকরি করি । আমার বেতন থেকে প্রতি মাসে ৭% টাকা প্রভিডেন্ড ফান্ড জন্য কেটে রাখে । আমার যে টাকা কেটে রাখে তার থেকে ডাবল দিবে আমার জন্য সেই টাকা নেওয়া জায়েজ হবে কি না ? প্রভিডেন্ড ফান্ড এর টাকার যাকাত দিতে হবে কি না ? আমি ইচেছ করলে প্রভিডেন্ড ফান্ড এর টাকা উঠাতে পারবো না. চাকরি ছেড়ে দিলে পাব. আমার কোমপানির নিয়ম হলো কেহ ইচেছ করলে প্রভিডেন্ড ফান্ড করতে পারে নাও পারে .