ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআন হাদীসের স্পষ্টত বিবরণ দ্বারা এটাই বুঝা যায় যে,সূর্য ঘুরে।পৃথিবী কি ঘূরে? এমন প্রশ্নের জবাবে বলা যায় যে,কুরআনের একটি আয়াতের দ্বারা বুঝা যায় যে,মহাজগতের সবকিছুই ঘূর্ণমান। চন্দ্র সূর্য পৃথিবী সবকিছুই নিজ নিজ কক্ষপথে ঘূর্ণমান।
وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
প্রত্যেকেই আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করে।” (সূরা ইয়াসীনঃ ৩৮-৪০)
সুতরাং বর্তমান সময়ের কিছু সংখ্যক ফুকাহায়ে কেরামদের ভাষ্য হল,সূর্য এবং পৃথিবী সবকিছুই ঘূর্ণমান। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/7561
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? না উভয়টি ঘুরে? যেহেতু এ বিষয়গুলো কুরআনের কোনো অকাট্য দলীল প্রমাণ দ্বারা নির্দিষ্টভাবে প্রমাণিত নয়, তাই এ বিষয়ে ফুকাহদের মতামতের বিরুদ্ধে কেউ মতামত রাখলে, সে কাফির হবে না।
(২)
যে সমস্ত মুফাসসিরীনে কেরাম পৃথীবিকে সমতল বলেছেন,এটা কুরআন হাদীসের কথা না।বরং এটা ছিলো তাদের নিজস্ব ইজতেহাদ।আর ইজতেহাদ অর্থ হলো,যা বাস্তব সম্মত হওয়া বা না হওয়া উভয়েরই সম্ভাবনাই রাখে। তারা তৎকালিন সময়ের সাধারণ জ্ঞান অনুযায়ী সেই সব উক্তি করেছিলেন।আপনি যে রেফারেন্স দিয়েছেন,তথায় খুজি উক্ত মনিষিদের কোনো বক্তব্য পাইনি।
এখন মানুষ বলছে,পৃথিবী গোলাকার।এটা অকাট্য নয়।কেননা কোরআন হাদীস সরাসরি আমাদেরকে বলছে না।আবার আমরা নিজ চক্ষু দ্বারা সেটাকে দেখছিও না।দেখলে অবশ্যই সেটাকে মেনে নিতাম।সুতরাং এ সম্ভাবনাও থেকে যায়, যে পৃথিবী সমতল।কেননা পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এ নিয়ে আমরা বিজ্ঞানের সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্ত দেখেছি। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/2093
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পৃথিবী সমতল না গোলাকার ? যেহেতু এ বিষয়গুলো কুরআনের কোনো অকাট্য দলীল প্রমাণ দ্বারা নির্দিষ্টভাবে প্রমাণিত নয়, তাই এ বিষয়ে ফুকাহদের মতামতের বিরুদ্ধে কেউ মতামত রাখলে, সে কাফির হবে না।
(৩)
কোন ব্যক্তি যদি তার কলেজ বা স্কুলের ক্লাসের (অনলাইন) /(অফলাইন)সময় ক্লাস না করে বা অমনোযোগী থাকে কিন্তু অই বিষয় এর পড়াটা যদি নিজে পরে পড়ে নেয় বা অন্য কোন শিক্ষক এর কাছে কোচিং-এ শিখে নেয়, তাহলে অই শিক্ষা হারাম হবে না। আর শুধু অই কলেজে ক্লাসের সময় ক্লাস না করার ফলে বা অমনোযোগী থাকার ফলে গুনাহ হবে না। তবে উচিৎ ছিলো ক্লাসে মনোযোগী থেকে ভালোকরে ক্লাসকে রপ্ত করা।