আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
১. গাইডে, যেসকল বোর্ড বই আছে তার প্রশ্নের উত্তর দেয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়া বিভিন্ন অতিরিক্ত প্রশ্ন দেয়া থাকে। এক্ষেত্রে কি আবার লিখিত রেফারেন্স দিতে হবে? কেননা, যেগুলো বোর্ড বই এর গাইড সেগুলো একটা বই অনুসরণ করেই লেখা। পড়া কি জায়েজ? শিক্ষা কি হারাম হবে? এবং গাইড পড়ার ক্ষেত্রে সকলে অবগত যে এটি কোন বই অনুসারে লেখা।
২. আবার, কিছু গাইড আছে যেখানে বিভিন্ন মূল বইয়ের সাহায্য নেয়া হয়। কিন্তু সেখানে রেফারেন্স না থাকারই কথা কেননা এসব ক্ষেত্রে মূল বই অনেক লেখকের থাকে তাই নিয়ম গুলো কোন লেখকের বইয়ের তা বোঝা যায় না। আবার এমন হতে পারে সে গাইডে একাধিক লেখকের বই সন্নিবেশিত। যাই হোক, গাইডের মূল লক্ষ্য, বিভিন্ন বইয়ের খুটিনাটি সাজিয়ে লেখা। পড়া কি জায়েজ? বা কোন মূল বই কিনে তারপর গাওড কিনব? শিক্ষা কি হারাম হবে?
৩. মুসলিম ও ইসলাম এর খেদমত বলতে কি বুঝায়? নিজ দেশ বা মুসলিম দেশের জনগণের জন্য কিছু করলেই কি মুসলিম ও ইসলাম এর খেদমত হবে?????