বিসমিহি তা'আলা
জবাবঃ-
যে সমস্ত ইবাদত করতে পবিত্রতা অর্জন করা বা অজু-গোসল করা ওয়াজিব এবং অত্যাবশ্যকীয় পর্যায়ের। সে সমস্ত ইবাদতের বলায় অজু-গোসল করে পবিত্রতা অর্জন করতে অপারগ হলে,তায়াম্মুম দ্বারা সে সমস্ত ইবাদত করা যাবে।
অজু-গোসল করে পবিত্রতা অর্জন অপারগ অবস্থায় নির্ধারিত ইবাদতের জন্য তায়াম্মুম করাও তখন ওয়াজিব পর্যায়ের।
কিন্তু ওজু গোসল করে পবিত্রতা অর্জন সক্ষম অবস্থায় তায়াম্মুম করা যাবে না।
আর যে সমস্ত ইবাদতের জন্য পবিত্রতা অর্জন মুস্তাহাব পর্যায়ের। যেমন আযান দেয়া, ঘুমানোর পূর্বে পবিত্রতা অর্জন করা।সে সমস্ত স্থানে অজুর সামর্থ্য থাকাবস্থায়ও তায়াম্মুম করা যাবে।যদিও অজু করে নেয়াটাই উত্তম।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি অজু-গোসল করে পবিত্রতা অর্জন অক্ষম অবস্থায় তায়াম্মুম করে তেলাওয়াত করতে পারবেন।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.