আসসালামু আলাইকুম শায়েখ ,এক বোন জানতে চেয়েছেন ..উনি কি স্কুলে শিক্ষকতা করতে পারবেন ?
উনি বিবাহিত ,স্বামী আছে কিন্তু স্বামী চাকরিটা কোনো কারণে ছেড়ে দিবেন বলছেন ..ছয় সদস্যের সংসার .মোটামুটি টানাটানিতে চলে সংসার .ওই পুরুষের উপরই নির্ভর .এখন বোন জানতে চাচ্ছেন উনি যদি প্রাইমারি স্কুল এ চাকরি করতে চান ,উনার মতে অন্য কারো থেকে হাত পাতা থেকে নিজে কিছু করতে চান ,.সব কিছু বিবেচনা করে উনার ক্ষেত্রে ইসলাম কি বলে ?উনি কি চাকরি করতে পারবেন ?