আসসালামু আলাইকুম।
Muslim.tv নামক এক পেইজ সাপ্তাহিক নানা দিনের বিশেষ বিশেষ আমল সম্বধে ভিডিও ছাড়ে। এ সম্বধে একটি প্রশ্ন গত সপ্তাহে করেছিলাম।
উক্ত প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসাবে আমার আরেকটি জিগ্যাসা ছিল।
যেসব জিকির বা আমল সরাসরি কুরআন ও হাদিসে নাই।
বা সেসব আমল বুযুর্গানে দ্বীনের আমল ছিল
ঐসব আমলের প্রতি আমাদের আকিদা বা বিশ্বাস কি হবে??
এটা কি ঈমানের সাথে জড়িত?? বিশ্বাস বা অবিশ্বাসের সন্দেহ মনে আসলে ঈমান ভেঙে যাবে??