আসসালামু আলাইকুম। আমি কিছু বিষয়ে জানতে চাই....
১. অযু ছাড়া মোবাইলে কোরআন এ্যাপ এ কোরআন শরীফ পড়া যাবে কি?
২. মশা মারার সময় মশার রক্ত না লেগে মশার শরীরের গোস্ত, রস লাগলে কি শরীর নাপাক হবে কি?
৩. কেউ যদি ঘরে একা একা নামাজ করার সময় নামাজে তাশাহুদ পড়ার সময় মনে মনে তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তার স্ত্রী তালাক হবে কি?