আস-সালামু আলাইকুম। এই অ্যাপে কুইজে অংশগ্রহণ করা ও কুইজ খেলা কী জায়েজ? অ্যাপে পুরুস্কার ও টাকার ব্যবস্থা আছে ওগুলো গ্রহণ করা হালাল? অ্যাপে কুইজ খেললে মাঝেমধ্যে নন-মাহরাম চলে আসে কিন্তু পর্দা করা, নন-মাহরামদের সাথে কুইজ খেলা যাবে? অ্যাপে এড আসে, হারাম এড ও থাকে, এড এর সাউন্ড অফ করার অপশন থাকে। এড এর বিষয়ে ওনারা বলছে-
Ads এর বিষয়ে আমার বলি ভাই Ads আমরা Google থেকে পাইছি তারা অটো দিচ্ছে Ads, আমার সব রকমের খারাপ জোয়ার Ads আমাদের App থেকে block করছি তাবুও কিছু আসছে আমাদের টিম সব সময় বন্ধ করার জন্য কাজ করছে ভাই
অ্যাপের লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.oceanth.iquiz