আমি আজ ফজরের নামায আদায় করে, মাসনুন আমল শেষ করে ও সূরা বাকারা পড়ে আবার ঘুমিয়ে পরি। ঘুমিয়ে স্বপ্নে দেখি যে......
একটি নদীর উপর দিয়ে দুইটা লম্বা নৌকা পাশাপাশি যাচ্ছে এবং আশপাশ বেশ অন্ধকার ! একটা নৌকা যেটায় আমি বসে ছিলাম এবং সাথে অনেক মানুষ ছিল। এবং আমাদের নৌকায় শয়তানের মত একজন ছিল এবং তাকে সবাই পূজা করছিল।
অপর আরেকটি যে নৌকা ছিল, সেখানের লোকেরা সবাই তাদের নিজেদের মত করে "বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ্দুজা বিজামালিহি" নাশিদ টা একসাথে যিকির করছিল। তখন আমি এবং আমার সাথে আরও কিছু লোক যারা শয়তানের পূজা করছিল, তারা নৌকা থেকে স্বেচ্ছায় লাফ দিয়ে অপর নৌকা টায় উঠে পরি এবং সেখানেই অংশ নেই। এবং তখন প্রচন্ড ভয়ে আমার ঘুম ভেঙে যায়।
উল্লেখিত, আমার এক জাগায় বিয়ের কথা চলছে বর্তমানে। ছেলে বেশ ধার্মিক তবে উনার মা বাবা ধার্মিক নয় বরং খুব রাগী এবং কৃপন মনে হল তাদের। আমার উনাদের ভয় লাগে। মনে হয় যেন বিয়ের পর খুব কষ্ট দিবেন উনারা আমাকে।
তো আমার প্রশ্ন হচ্ছে, এই স্বপ্ন টা আমার বিয়ের সাথে কোনো ভাবে রিলেটেড কিনা। বা স্বপ্নের ব্যাখ্যা টা কি হবে?