আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।কোন মহিলা তার হিন্দু বান্ধবীকে বিশ্বাস করানোর জন্য যদি বলে ফেলে বিদ্যা মা কালি করি নি আমি,পড়ি নি আমি।এসব বিয়ের ও আগের। তখন জানত না এসব এমনিতে বললে ঈমান চলে যাবে কিনা।আর হিন্দু ধর্মও তার আকিদা বা বিশ্বাস ছিল না।এর 2-3 বছর পর বিয়ে করে।বিয়ের পরে মনে হয় দু এক বছর পর জানতে পারে ঈমান চলে যাওয়ার মত কথা।তখন তওবা করে।এখন কি আর কোন সমস্যা হবে?এরকম ঘটনা তখন কয়েকবার হয়েছিল মনে হয়।এখন বিবাহ নবায়ন করাও হয়ত সম্ভব না। আর তার মোটেও এ সব বিষয়ে ধারণা ছিল না আর আকিদাও হয়ত এমন ছিল না।