আসসালামু আলাইকুম। আগে হুরমত সম্পকে যখন জানতামনা তখন কোনো কিছুই হতোনা। জানার পর থেকে আমি সব সময় সতর্ক থাকি বাবার সাথে কোনো টাচ যাতে না লাগে।বাবাকে কোনো খাবার বা কিছু এগিয়ে দিতে গেলেও চিন্তা আসে কোনো ভাবেই টাচ লাগানো যাবেনা। তারপরও সর্বোচ্চ সতর্ক থাকা সত্বেও মাঝে মাঝে এটা ওটা দেয়া নেয়া করার সময় আঙ্গুলে একদম সামান্য সময়ের জন্য টাচ লেগে যায়। তখন অন্তর কেপে উঠে। সম্ভবত টাচ লাগানো যাবেনা তবুও টাচ লেগে গেলো এর কারনেই অন্তর কেঁপে ওঠে। মাঝে মাঝে কাজ কর্মে সামান্য টাচ লেগে অন্তর কেপে ওঠা অবস্থায় আবারো সামান্য টাচ লেগে যায়। এতে কি হুরমত হয়ে যায়? প্লিজ একটু বলবেন।
আরেকটি প্রশ্ন ওয়াসওয়াসা রোগীর কি হুরমত হয়?