আমি ২ বার মেডিকেল দিয়েছি হয় নাই অনেক চেষ্টা করছি অনেক জানেন হয় নাই। আমার ইচ্ছা ছিল গাইনি হয়ে মা বোনের পর্দা রক্ষা করে সেবা দেওয়া। বাট আল্লাহ হয়ত অন্য কিছু রাখছে পারলাম না হতে খুব চাইতাম খুব আর এটা নিজের ভালবাসা থেকেই আসতে চাইছিলাম। এখন versity পড়তে হবে যেটার আমার একদম ইচ্ছা ছিল না। এখন ছাড়তেও পারব না। এখন আমি মেয়ে ভার্সিটি তে যদি আমি ইসলাম এর খেদমত এর উদ্দেশ্য পড়ি তাইলে কি পাপ হবে?? আমি চাচ্ছি একটা মহিলা হাসপাতাল বানাতে যেখানে শুধু মহিলা মহিলাদের দেখবে। চাচ্ছি ইসলাম সম্পর্কে জানাতে versity মেয়েদের। আচ্ছা একটা কথা আমি ত মেডিকেল ভুলতে পারছিনা এখন ও অনেক কাদি এটার জন্য। ভার্সিটিতে পড়ে কি করতে পারব ইসলামের জন্য আমি কিছু করতে চাই। আর যেহেতু সহ শিক্ষা আমি কিভাবে নিজেকে রাখলে পাপ হবে। মেডিকেল পড়লে ত বুঝতাম বাট versity পড়ে আমি ইসলাম এর জন্য অন্তত কিছু করে যেতে চাই যেহেতু পড়তে হবে।